শ্বেতা মিত্র, কলকাতা: আজ শিবরাত্রী, অর্থাৎ মহাদেবের উপাসনা করার দিন। আজকের এই বিশেষ দিনটি সমগ্র দেশজুড়ে মহা সমারোহের সঙ্গে পালন করা হচ্ছে। তবে অন্যদিকে এই বিশেষ দিনে রেল যাত্রীদের জন্য রইল দারুণ এক সুখবর, যা শোনার পর খুশি হয়ে যাবেন সকলে। আসলে পূর্ব রেলের তরফে শিবরাত্রী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। হাওড়া ডিভিশনে চলবে বিশেষ ট্রেন। এখন নিশ্চয়ই ভাবছেন কোন রুটে বিশেষ ট্রেন চালাবে রেল? জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
শিবরাত্রি স্পেশাল ট্রেন চালাবে রেল
এমনিতে শিবরাত্রি উপলক্ষে আজ জায়গায় জায়গায় মেলার আয়োজন করা হয়েছে। এদিকে মন্দিরে মন্দিরে ভিড় চোখে পড়ার মতো। আজ বেশিরভাগ মানুষ শিবের মাথায় জল ঢালার জন্য মন্দিরে মন্দিরে হাজির হচ্ছেন সকাল থেকে। এদিকে এসবের মাঝে পূর্ব রেলের তরফে বিশেষ ট্রেন চালানো নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি রেল যাত্রীদের মন জয় করে নিতে যথেষ্ট।
পূর্ব রেল জানিয়েছে, আজ বুধবার ও আগামীকাল শিবরাত্রি মেলা স্পেশাল ইএমইউ ট্রেন চালানো হবে। ট্রেনটি চালানো হবে হাওড়া-তারকেশ্বর রুটে। হাওড়া থেকে ট্রেনটি দুপুর ১৪:৪৫ নাগাদ ছাড়বে। এরপর সেটি তারকেশ্বর পৌঁছাবে বিকেল ১৬:১৪ মিনিটে। এরপর ফিরতি পথে ট্রেনটি তারকেশ্বর থেকে ছাড়বে ১৬:৪০ মিনিট নাগাদ। সেটি হাওড়া ঢুকবে সন্ধে ১৮:১৫ মিনিট নাগাদ। যাত্রাপথে ট্রেনটি সব স্টেশন দাঁড়াবে।
উপকৃত হবেন যাত্রীরা
তারকেশ্বর মানেই হল শিবের অন্যতম পিঠস্থান। আর মহাশিবরাত্রিতে সেখানে ভিড় হবে না সেটা হতেই পারে না। দেশ বিদেশ থেকে বহু ভক্ত আজ সেখানে সকাল থেকেই ভিড় জমিয়েছেন। বেলা বাড়লে আরও ভিড় বাড়বে বলে মনে করা হচ্ছে। ট্রেন পথেও অনেকেই সেখানে হাজির হবেন। এহেন অবস্থায় যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয় সেটার জন্য হাওড়া-তারকেশ্বর লাইনে টানা দুদিন একজোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এর ফলে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন যাত্রীরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |