ভরসা নেই CBI-এ! এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন আরজি করের নির্যাতিতার পরিবার

Published on:

RG Kar Case

প্রীতি পোদ্দার, কলকাতা: কয়েক দিন আগে আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে খোদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। শিয়ালদা আদালতের বিচারপতি সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের সাজা ঘোষণা করেছিলেন। কিন্তু এই বিচারে একদমই সহমত হয়নি রাজ্য সরকার এবং CBI। তাইতো সাজা ঘোষণার ২৪ ঘণ্টা পরেই সুপ্রিম কোর্টে সঞ্জয় রায় এর সাজা পুনর্বিবেচনা করার জন্য আরও এক মামলা করা হয়। কিন্তু এই সাজা ঘোষণার বাকবিতণ্ডার মাঝে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মেয়ের মৃত্যুর সঠিক তদন্তের (RG Kar Case) উপায় বের করার জন্য দেখা করতে আরজি কর কাণ্ডের নির্যাতিতার বাবা-মা।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন নির্যাতিতার পরিবার

বরাবর নির্যাতিতার বাবা মা শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়ে এসেছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা CBI তদন্ত একদমই ঠিক করছে না। এমনকি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা নিয়ে প্রশ্নও তুলেছিলেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার বাবা-মা। তাই এবার তাঁরা মেয়ের সুবিচারের জন্য সাক্ষাৎ করতে চাইছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং CBI ডিরেক্টরের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে পরিবারের। তবে এই মুহূর্তে নির্দিষ্ট দিন জানা না গেলেও খুব শীঘ্রই দিল্লি যাবেন আরজি করর নির্যাতিতা পড়ুয়ার বাবা-মা।

কী বলছেন নির্যাতিতার বাবা?

এই প্রসঙ্গে নির্যাতিতার বাবা এক জনপ্রিয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, “গত ৭ মাসে যে তিমির তদন্ত হয়েছে তাতে একদমই আমরা খুশি নই। এমনকি আমাদের CFSL এবং DNA রিপোর্টও দেওয়া হয়নি। সঠিকভাবে কোনো তথ্য শেয়ার করা হচ্ছে না। তাই আর কোনো উপায় না পেয়ে মেয়ের মর্মান্তিক মৃত্যুর বিচার চাইতে এবার দিল্লি যাচ্ছি।” জানা গিয়েছে ইতিমধ্যেই CBI ডিরেক্টরকে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মেল করেছেন। কিন্তু এখনও কোনও উত্তর মেলেনি CBI এর তরফ থেকে।

আরও পড়ুনঃ বড় পদক্ষেপ রেলের, শিবরাত্রি উপলক্ষে হাওড়া ডিভিশনে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত

অন্যদিকে গত সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI শিয়ালদহ আদালতে আরজি কর কাণ্ডের তদন্তের স্টেটাস রিপোর্ট পেশ করেছেন। সেই রিপোর্টে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI স্পষ্ট জানিয়েছে, বাজেয়াপ্ত করা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সিম কার্ড তারা এখনই ফেরত দেবে না। কারণ, তদন্তের অগ্রগতিতে এই সিম কার্ড খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও সেই রিপোর্টে জানানো হয়েছে, খুব দ্রুত এই মামলার অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দেওয়া হবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥