শিবরাত্রির দিন বড় ঝটকা, অনেকটাই বাড়ল সোনার দাম, আজকে রুপোর দর কত?

Published on:

Today Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতাঃ ফাল্গুন মাসের চতুর্দশীতে মহাদেবের পুজোয় মেতে উঠেছে গোটা দেশ। মহা শিবরাত্রি মানেই শুভ লগ্ন ও আধ্যাত্মিকতার মেলবন্ধন। আর এই শুভদিনে সোনার বাজার আবারও নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। আজ ২৬শে ফেব্রুয়ারি, বুধবার। মহা শিবরাত্রির এই বিশেষ দিনে সোনার দাম (Gold Price) বেড়ে গেছে ২০০ থেকে ২২০ টাকা পর্যন্ত। হ্যাঁ ঠিকই শুনেছেন। বিশেষত ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে। চলুন দেখে নেওয়া যাক, আজকের বাজার দর হিসেবে কোথায় কত টাকা দরে সোনা বিকোচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সোনার দাম কেন বাড়লো?

বাজার বিশেষজ্ঞরা মনে করছে, সোনার দামের এই মূল্য বৃদ্ধির কারণ টাকার মূল্য হ্রাস এবং আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা। সাধারণত ভারতীয় মুদ্রার দাম কমলে সোনা আমদানির খরচ বেড়ে যায়। ফলে দেশের বাজারে সোনার দাম বেড়ে যায়। বিশেষ করে উৎসব মরশুমে গয়না কেনার প্রবণতা বাড়ে, যা স্বাভাবিকভাবে সোনার দামে প্রভাব ফেলে। শুধু তাই নয়, বাজারের অনিশ্চয়তা বেড়ে গেলে অনেক বিনিয়োগকারী শেয়ার বাজারের পরিবর্তে সোনায় বিনিয়োগ করতে শুরু করে, যা এর দাম বাড়িয়ে দেয়।

দেশের বড় শহরগুলিতে আজকের সোনার দাম | Gold Price Today |

নয়া দিল্লিতে আজ ২২ ক্যারেট ১০ গ্রাম সোনা কিনতে গেলে খরচ পড়বে ৮০,৯১০/- টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৮৮,২৫০/- টাকা। একইভাবে মুম্বাইতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮০,৭০৭/- টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৮৮,২০০/- টাকা। কলকাতায় যদি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে যাই তাহলে খরচ পড়বে ৮০,৭২০/- টাকা এবং ২৪ ক্যারেটের দাম পড়বে ৮৮,১৮০/- টাকা। সেরকমই চেন্নাইতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮০,৯৫০/- টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮৮,৩০০/- টাকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রুপোর বাজারের হালচাল | Silver Price Today |

সোনার পাশাপাশি এই মহা শিবরাত্রিতে রুপোর বাজারেও আজ সামান্য পরিবর্তন ঘটেছে। আজ রুপো প্রতি কেজিতে ১,০০,৯০০/- টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, গতকালকের তুলনায় ১০০/- টাকা মূল্য হ্রাস পেয়েছে। 

আরও পড়ুনঃ বড় পদক্ষেপ রেলের, শিবরাত্রি উপলক্ষে হাওড়া ডিভিশনে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত

এখনই কি সোনা উপযুক্ত সময়?

বাজার বিশ্লেষকরা মনে করছে, আগামী দিনে সোনার দাম আরো বাড়তে পারে। বিশেষত বিয়ের মরসুম এবং বিনিয়োগকারীদের আগ্রহ সোনার দিকে দিনের পর দিন বাড়ছে। আপনি যদি বিনিয়োগের জন্য সোনা কিনতে চান তাহলে এখনই উপযুক্ত সময়। কারণ আগামী দিনের সোনার দাম আরো বৃদ্ধি পাওয়া সম্ভাবনা রয়েছে। তবে গয়নার জন্যে সোনা কিনতে চাইলে কিছুদিন অপেক্ষা করা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group