১৫ কোটি টাকা না দিলে তথ্য ফাঁসের হুমকি অভিষেকের, চাকরি বিক্রি কাণ্ডে CBI-র চার্জশিট

Published on:

Chargesheet

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে আরও বেআইনি নিয়োগের পরিকল্পনা করেছিলেন শাসকদলের হেভিওয়েট মন্ত্রীরা। সম্প্রতি একের পর এক অভিযোগ চার্জশিটে তুলে ধরল CBI। গত ২১ ফেব্রুয়ারি CBI এর চার্জশিটে (Chargesheet) নিয়োগ দুর্নীতি নিয়ে এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে, বেআইনি নিয়োগ নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মনোমানিন্য চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর এর মাঝেই সুজয়কৃষ্ণ, কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায় মিলে আরও ২ হাজার বেআইনি নিয়োগের পরিকল্পনা করে ফেলেন। সেই বেআইনি নিয়োগের মাধ্যমে তোলা হবে ১০০ কোটি টাকা। যার মধ্যে ২০ কোটি টাকা করে দেওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপত মানিক ভট্টাচার্য ও জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং বাকি ৪০ কোটি টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন তাঁরা।

তদন্তের নিরিখে হাতে উঠে আসে অডিও রেকর্ড

এদিকে CBI এর চার্জশিট সূত্রে জানা গিয়েছে ২০১৭ সালের কোনও এক দিন বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে গিয়েছিলেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কুন্তলের সংস্থার কর্মী অরবিন্দ রায়বর্মন ও সুরজিৎ চন্দ্র। সেখানে কী ভাবে বেআইনি নিয়োগ হবে ও তার টাকা কী ভাবে ভাগ হবে তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। কুন্তলের নির্দেশে সেই কথপোকথন রেকর্ড করেন অরবিন্দ। এর পর একটি ল্যাপটপে সেটি সরিয়ে রাখেন তিনি। আর সেই সূত্রে অরবিন্দ ও সুরজিৎকে সাক্ষী হিসাবে তলব করে CBI। এর পর তল্লাশিতে তাদের হাতে চলে আসে পুরো অডিও রেকর্ডটি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রেকর্ডে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম

যদিও অডিও রেকর্ডটির সত্যতা যাচাইয়ের জন্য ইতিমধ্যেই দিল্লির CFSLএ পাঠানো হয়েছে। যেহেতু ওই অডিও ক্লিপে সুজয়কৃষ্ণ, কুন্তল ও শান্তনুর কণ্ঠস্বরও রয়েছে তাই তাঁদেরও কণ্ঠস্বরের নমুনা ইতিমধ্যে সংগ্রহ করেছে CBI। তবে ওইদিন CBI সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে মোট ২৮ পাতার একটি চার্জশিট CBI আদালতে পেশ করেছেন। কিন্তু সেই চার্জশিটে সবার পরিচয়ের উল্লেখ থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয়ের কোনও উল্লেখ নেই। এদিকে অডিও ক্লিপে শোনা গিয়েছে, সেদিন সুজয়কৃষ্ণ বার বার জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম করছিলেন। তিনি বলছিলেন , এতদিন যে বেআইনি নিয়োগ হয়েছে সেদন্য ১৫ কোটি টাকা দাবি করেছেন অভিষেক। তাতে কুন্তল জানিয়ে দেন যেহেতু ইতিমধ্যে প্রার্থীপিছু সাড়ে ৬ লক্ষ টাকা করে নেওয়া হয়ে গিয়েছে। তাই এত টাকা দিতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।

আরও পড়ুনঃ বাচ্চা থেকে মহিলা, রেশনের গম খেয়ে রাতারাতি মাথায় টাক! আতঙ্কে গ্রামের পর গ্রাম

এই মন্তব্য শোনার পর তখন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্রকে বলেন যে, টাকা না দিলে ওই প্রার্থীদের নিয়োগ আটকে দেবেন। আর যারা ইতিমধ্যে নিয়োগ পেয়ে গিয়েছেন তাদের গ্রেফতার করিয়ে দেবেন। শুধু তাই নয় কয়েকজনকে প্রত্যন্ত এলাকায় ট্রান্সফার করিয়ে দেওয়ার হুমকি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যক্তি। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিটি কে তার কোনও উল্লেখ চার্জশিটে করেনি CBI। এবার সেইতদন্তে উঠে পরে লাগল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group