১ লক্ষ লাইসেন্স ধারককে খুঁজছে পরিবহন দফতর, এই ভুল করলেই ডিফল্টার ঘোষণা

Published on:

Driving License

সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনার কি ড্রাইভিং লাইসেন্স (Driving License) বা গাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) রয়েছে? তাহলে এখনই সাবধান হয়ে যান। এগুলির সাথে আপনার মোবাইল নাম্বার ও ইমেইল আপডেট করা রয়েছে তো? যদি না থাকে তাহলে আগামী ৩০শে এপ্রিলের মধ্যে আপডেট না করলে আপনার লাইসেন্স “ডিফল্টার” তালিকায় চলে যেতে পারে। হ্যাঁ ঠিকই শুনেছেন। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে এখানেই শেষ নয়। এরপর রাস্তায় গাড়ি চালানোও আপনার জন্য সমস্যার কারণ হতে পারে। পরিবহন দপ্তর ইতিমধ্যেই ১ লাখ লাইসেন্সধারী ও ২.৯০ লাখ গাড়ির মালিকের খোঁজ করছে, যাদের মোবাইল নাম্বার এবং ইমেইল আপডেট করা নেই। যদি আপনি এই তালিকায় থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যে। 

মোবাইল নাম্বার ও ইমেইল আপডেট করার প্রয়োজনীয়তা

বর্তমান সময়ে পরিবহন দপ্তর সমস্ত নোটিফিকেশন এবং জরুরি তথ্য SMS ও ইমেইলের মাধ্যমে পাঠিয়ে থাকে। সূত্র বলছে, যদি আপনার মোবাইল নাম্বার বা ইমেইল আপডেট করা না থাকে তাহলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন চালানের নোটিশ বা জরুরী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না। শুধু তাই নয়, ডিজিটাল লাইসেন্স বা ডিজিটাল RC পেতেও আপনার সমস্যা হবে। পাশাপাশি আপনার যদি দুটি ভিন্ন লাইসেন্স থাকে তাহলে সেগুলিকেও এক করতে পারবেন না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আপনার লাইসেন্স কি ডিফল্টার হতে চলেছে?

পাটনা পরিবহন দপ্তর ইতিমধ্যেই একটি চিঠির মাধ্যমে ১ লাখ লাইসেন্সধারীকে সতর্কবার্তা দিয়েছে। কিন্তু অনেকেই এই নোটিশ উপেক্ষা করে দিয়েছেন। যদি ৩০শে এপ্রিলের মধ্যে এই তথ্য আপডেট না করেন, তাহলে আপনার লাইসেন্স বা গাড়ির রেজিস্ট্রেশন সম্পূর্ণরূপ বাতিল হয়ে যেতে পারে। এখানেই শেষ নয়। পরবর্তী সময়ে নতুন লাইসেন্স পেতেও আপনার সমস্যা হতে পারে। আর একবার আপনার নাম ডিফল্টারের তালিকায় যোগ হয়ে গেলে ফাইন বা আইনি জটিলতার মুখেও পড়তে পারেন।

কীভাবে বাড়িতে বসে আপডেট করবেন?

গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) প্রথমে parivahan.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে যান। 

২) এরপর “Vehicle Related Services” অপশনে ক্লিক করুন।

৩) এরপর আপনার রাজ্য নির্বাচন করুন। 

৪) এরপর “Update Mobile Number” অপশনে ক্লিক করুন।

৫) গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার এবং রেজিস্ট্রেশনের তারিখ সঠিকভাবে প্রদান করুন।

৬) এরপর নতুন মোবাইল নাম্বার এবং আধার নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করুন। 

৭) আপডেট সম্পন্ন হলে আপনার ফোনে কনফার্মেশন মেসেজ পাবেন। 

গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সেও মোবাইল নাম্বার আপডেট করা জরুরী। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) প্রথমে sarathi.parivahan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যান।

২) এরপর “Driving License Related Service” অপশনে ক্লিক করুন।

৩) এরপর আপনার রাজ্য নির্বাচন করুন। 

৪) এরপর “Update Mobile Number” অপশনে ক্লিক করুন। 

৫) এরপর আধার নাম্বার ও ওটিপি দিয়ে ভেরিফিকেশন করুন। 

৬) আপডেট সম্পন্ন হলে কনফার্মেশন মেসেজ পাবেন। 

এক্ষেত্রে বলে রাখি, যদি অনলাইনে আপডেট করতে কোনরকম অসুবিধা হয় তাহলে নিকটবর্তী RTO অফিসে গিয়েও আপনি সরাসরি এই তথ্য আপডেট করতে পারবেন। এছাড়াও অনেক গাড়ি বিক্রেতার কাছেও এই পরিষেবা পাওয়া যায়। তাই সময় থাকতে আগেভাগে এই কাজটি সেরে নেওয়াই ভালো।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group