অনেকটাই কমল কাঁচা তেলের দাম, কলকাতায় আজ পেট্রোল-ডিজেলের মূল্য কত?

Published on:

Petrol and Diesel Price

সৌভিক মুখার্জী, কলকাতাঃ সকালে বাইক হোক কিংবা গাড়ি, স্টার্ট দিতে গিয়ে সবার মনে একটাই প্রশ্ন থাকে- আজ পেট্রোল-ডিজেলের দাম (Petrol and Diesel Price) বাড়ল না তো? যারা নিয়মিত গাড়ি চালান তাদের কাছে এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ। তবে এবার স্বস্তির খবর। ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫-এর হালনাগাদ তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন দেখে নেওয়া যাক, ভারতের বাজারে জ্বালানির মূল্যে কী পরিবর্তন আসলো।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস

গত কয়েক সপ্তাহ ধরে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করছে। তবে আজকের বাজার দরে তা আরও কমে এসেছে। আজ ব্যারেল প্রতি Brent Crude-এর দাম ৭৩.২২ মার্কিন ডলার এবং ব্যারেল প্রতি WTI Crude-এর দাম ৬৯.১২ মার্কিন ডলার। তবে হতাশার বিষয় হল, অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতে জ্বালানির মূল্যে কোনরকম পরিবর্তন হয়নি। অর্থাৎ, সরকারি তেল বিপণন সংস্থাগুলি এখনো আগের দামেই পেট্রোল-ডিজেল বিক্রি করছে।

ভারতের মেট্রো শহরগুলিতে আজ পেট্রোলের দাম | Today Petrol Price |

আজ ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫। ভারতের প্রধান মেট্রো শহরগুলিতে পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ, নয়া দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম আজ ৯৪.৭২ টাকা, মুম্বাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪.২১ টাকা, কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৩.৯৪ টাকা এবং চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০.৭৫ টাকা। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আজ ডিজেলের দাম | Today Diesel Price |

২৬শে ফেব্রুয়ারির বাজারে যদি ডিজেলের মূল্য আলোচনা করি, তাহলে আজ নয়া দিল্লিতে প্রতি লিটার ডিজেলের দাম ৮৭.৬২ টাকা, মুম্বাইতে প্রতি লিটার ডিজেলের দাম ৯২.১৫ টাকা, কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ৯০.৭৬ টাকা এবং চেন্নাইতে প্রতি লিটার ডিজেলের দাম ৯২.৩৪ টাকা। অর্থাৎ, ডিজেলের মূল্যেও কোনরকম পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

পেট্রোল-ডিজেলের দাম কীভাবে নির্ধারিত হয়?

অনেকের মনেই একটা প্রশ্ন থাকে- আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও ভারতের কেন জ্বালানির মূল্যে কোন পরিবর্তন হয় না? এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। যেমন- ভারতের পেট্রোল-ডিজেলের দাম নির্ভর করে বৈশ্বিক অপরিশোধিত তেলের বাজারের ওঠানামার ওপর। এছাড়া কেন্দ্রীয় ও রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলের উপর উচ্চ পরিমাণে শুল্ক ধার্য করে থাকে, যা মূল দামের থেকে অনেকটাই বেশি হয়। 

আরও পড়ুনঃ শিবরাত্রির দিন বড় ঝটকা, অনেকটাই বাড়ল সোনার দাম, আজকে রুপোর দর কত?

এখানেই শেষ নয়। এর পাশাপাশি ভারতে Indian Oil, Bharat Petroleum ও Hindustan Petroleum প্রতিদিন আন্তর্জাতিক বাজার অনুযায়ী মূল্য নির্ধারণ করে থাকে। কিন্তু অনেক সময় রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে সরকার দাম পরিবর্তনের কোন রকম অনুমতি দেয় না। তাই মূল্য অপরিবর্তিত থাকে। 

আগামী দিনে তেলের দাম কমবে?

বিশেষজ্ঞরা মনে করছে, যদি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরো কমে তাহলে আগামী সপ্তাহে তেলের দাম ভারতের কিছু শহরে কমতে পারে। তবে এটি সম্পূর্ণভাবে সরকারি করনীতি এবং বিপণন সংস্থাগুলির সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এখন দেখার, আগামী দিনগুলিতে তেলের দামে কি পরিবর্তন হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group