সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারত কৃষিপ্রধান দেশ। আর এখানে কৃষকদের ভূমিকা অপরিসীম। কিন্তু কৃষকদের অবসরকালীন জীবন অনেক সময় অনিশ্চয়তার মুখে পড়ে। অনেকেই বৃদ্ধ বয়সে চাষবাস চালিয়ে যেতে পারেন না। আর তখনই অর্থের টানাটানি পড়ে। এই সমস্যা সমাধান করতেই ২০১৯ সালে কেন্দ্র সরকার ‘প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা’ (PM-KMY) চালু করেছিল, যেখানে কৃষকদের প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন দেওয়া হয়।
সবথেকে মজার ব্যাপার হল, আপনার যদি ২ হেক্টর বা তার কম চাষযোগ্য জমি থাকে তাহলে আপনি খুব সহজেই এই স্কিমের আওতায় আসতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক, কীভাবে এই স্কিমে যোগ দেবেন এবং কী কী সুবিধা পাবেন এই প্রকল্পের আওতায়।
এই স্কিমে কী কী সুবিধা মিলবে?
কেন্দ্র সরকারের চালু করা প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা (PM-KMY) কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। সাধারণত ৬০ বছর বয়সের পর এই স্কিমের আওতায় প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন দেওয়া হয়। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, ১৮ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত নির্দিষ্ট টাকা জমা করলেই এই সুবিধা পাওয়া যাবে। কৃষকরা যা টাকা জমা দেবেন, সমপরিমাণ টাকা সরকারও দেবে।
কৃষকদের কী পরিমাণ টাকা জমা দিতে হবে?
সূত্র বলছে, কৃষকদের বয়স যদি ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হয় তাহলে প্রতি মাসে ৫৫ টাকা করে জমা দিতে হবে এবং ৪০ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত কৃষককে প্রতি মাসে ২০০ টাকা করে জমা দিতে হবে। অর্থাৎ, কৃষক যে পরিমাণ টাকা জমা দেবে সরকার ঠিক সেই টাকা দ্বিগুণ করে ফেরত দেবে।
এই স্কিমে কারা আবেদন করতে পারবেন?
এই স্কিমের আওতায় সব কৃষকরাই যে আবেদন করতে পারবে এমনটা কিন্তু নয়। প্রথমত, যাদের জমির পরিমাণ ২ হেক্টর বা তার কম তারাই এই স্কিমে আবেদন করতে পারবে। দ্বিতীয়ত, কৃষকের বয়স দরকার ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, যারা EPFO, NPS বা অন্য কোন সরকারি পেনশন স্কিমের আওতায় রয়েছে তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে না।
কীভাবে আবেদন করবেন?
আপনি যদি এই স্কিমের আওতায় আসতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিন্তু যদি আবেদন করতে কোন সমস্যা হয়, তাহলে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়ে আবেদন করতে পারবেন। তবে বলে রাখি, আবেদন করার সময় অবশ্যই আধার কার্ড, জমির কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি জমা করতে হবে।
আরও পড়ুনঃ বৈঠক নবান্নে, এবার কপাল খুলছে পেঁয়াজ চাষিদের! রাজ্য সরকারের উদ্যোগে কমবে দামও
সর্বোপরি কৃষকদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। মাত্র ৫৫ টাকা থেকে ২০০ টাকা প্রতি মাসে জমা দিয়ে বৃদ্ধ বয়সে নিশ্চিত মাসিক পেনশন পাওয়া যায় এই প্রকল্পের আওতায়। তাই আর দেরি না করে আজই আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC) বা অনলাইনে আবেদন করুন এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |