অসুস্থ টিম ইন্ডিয়ার বিধ্বংসী ব্যাটার, বোলিং বিভাগকে শক্ত করতে ফিরছেন আরেক তারকা

Published on:

Bad news for Team India, Indian cricketer falls ill

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে ধারাবাহিক জয়ের পর শেষ চারের লড়াইয়ে জায়গা করে নিয়েছে ভারতীয় দল (Team India)। তবে সেমির রণক্ষেত্রে নামার আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ডের মুখোমুখি হতে হবে রোহিত শর্মাদের। এহেন আবহে, টিম ইন্ডিয়ার দুই তাবড় তারকাকে নিয়ে বড়সড় আপডেট এসেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সূত্রের খবর, পাকিস্তানের ম্যাচে হ্যামস্ট্রিং চোটের কারণে রোহিত শর্মার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা জল্পনা তৈরি হয়েছিল। এবার সেই জল্পনায় মদত দিয়েই বুধবার ভারতীয় দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন রোহিত। শর্মার পাশাপাশি জাতীয় দলের তরুণ ব্যাটসম্যান শুভমন গিলের শারীরিক অবস্থা নিয়েও বড়সড় আপডেট এসেছে।

শুভমন গিলের শারীরিক অবস্থা ভাল নয়!

সম্প্রতি প্রকাশ্যে আসা বেশ কিছু রিপোর্ট মারফত খবর, ভারতীয় দলের সহ অধিনায়ক তথা গুরুত্বপূর্ণ ক্রিকেটার শুভমন গিলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সূত্র বলছে, বুধবার টিম ইন্ডিয়ার অনুশীলনে অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি গিলকেও লক্ষ্য করা যায়নি। জানা যাচ্ছে, স্বাস্থ্য জনিত বেশ কিছু সমস্যার কারণে বুধবার সতীর্থদের সাথে অনুশীলনের যোগ দিতে পারেননি শুভমন। তবে আশা করা হচ্ছে, আগামী 2 মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অসুস্থতার মাঝেই মাঠে ফিরলেন ঋষভ

বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার দুবাইয়ের মাঠে টিম ইন্ডিয়ার অনুশীলন চলাকালীন রোহিত শর্মা ও সহ অধিনায়ক শুভমনকে দেখা না গেলেও চোটে জর্জরিত ঋষভ পন্থকে এদিন রুদ্ধশ্বাস অনুশীলন করতে দেখা গিয়ে। সমাজ মাধ্যমের দৌলতে ভারতীয় তারকার ঘাম ঝরানোর দৃশ্য ও বেশ কিছু ছবি সামনে এসেছে।

অনুশীলনে ছিলেন শামিও

গত রবিবার মরু দেশের মহারণে আচমকা চোট পান ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। চোট খানিকটা জোরালো হওয়ায় হঠাৎই ম্যাচ চলাকালীন মাঠ ছাড়েন খেলোয়াড়। তবে পরবর্তীতে পাকিস্তানের বিপক্ষে তাঁকে বল ছুঁড়তে দেখা গিয়েছিল। যদিও ম্যাচের পরই শামির ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে। আশঙ্কা করা হচ্ছিল হয়তো চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ম্যাচে খেলতে পারবেন না তিনি।

তবে বুধবারের চিত্রটা সেই জল্পনায় জল ঢেলেছে। এদিন ঋষভ পন্থের পাশাপাশি বল হাতে ঝাঁঝালো অনুশীলন করেছেন মহম্মদ শামি। কাজেই দুবাইয়ের মাঠে অনুশীলন চলাকালীন খেলোয়াড়ের ফিটনেস দেখে বোঝাই যাচ্ছে আগামী ম্যাচে তাঁর উপস্থিতি অবশ্যম্ভাবী।

অবশ্যই পড়ুন: ইংল্যান্ড হারায় বদলাল চ্যাম্পিয়নস ট্রফির সমীকরণ, সেমিতে সহজ প্রতিপক্ষ পাচ্ছে টিম ইন্ডিয়া?

দলে যোগ দিচ্ছেন ফিরেছেন মর্নি মর্কেল

পিতৃ বিয়োগের খবর পেতেই পাকিস্তানের ম্যাচের আগে দেশে ফিরেছিলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। যার কারণে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের দিন তাঁর দেখা মেলেনি মরূদেশে। তবে প্রকাশ্যে আসা রিপোর্ট মারফত খবর, সদ্য দলে ফিরেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা থেকে দুবাইয়ে ফিরতেই বুধবার তাঁকে জাতীয় দলের বোলারদের অনুশীলনের তদারকির দায়িত্ব দিয়েছিল ম্যানেজমেন্ট। এদিন মর্কেলের অধীনে অনুশীলন মঞ্চে দুর্দান্ত ছন্দে ছিলেন টিম ইন্ডিয়ার বোলাররা।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group