বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। ফলত, ভারত বনাম পাক মহাযুদ্ধ দেখবার সুযোগ নেই ভারতীয়দের। তবে সূত্র বলছে, খুব শীঘ্রই সম্মুখ সমরে উপস্থিত হবে দুই দল। মঞ্চটা এশিয়া কাপ (Asia Cup 2025)। হ্যাঁ, বেশ কিছু সংবাদ প্রতিবেদন মারফত খবর, চলতি বছরই আয়োজিত হতে চলেছে এশিয়া কাপ টুর্নামেন্ট। আর সেখানেই চির প্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানের বিপক্ষে আরও একবার রুখে দাঁড়ানোর সুযোগ হবে টিম ইন্ডিয়ার। তবে সূত্র যা বলছে, এবারের এশিয়া কাপ গড়াতে পারে টি-টোয়েন্টি ফরম্যাটে।
কবে থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ?
বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চলতি বছর অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বর নাগাদ গড়াতে পারে বহু অপেক্ষিত এশিয়া কাপ। জানা যাচ্ছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তে এবারের টুর্নামেন্টটি আয়োজন করছে ভারত। তবে কিছু সূত্র বলছে, ভারত এই টুর্নামেন্টের আয়োজক হলেও ভারত পাকিস্তান দ্বন্দ্ব ও রাজনৈতিক অস্থিরতার কারণে এই টুর্নামেন্টও নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের পথে হাঁটতে পারে কাউন্সিল। তবে ম্যাচ যেখানেই হোক না কেন, চলতি বছরের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে টুর্নামেন্টের যাত্রা শুরু হতে পারে বলেই খবর।
এশিয়া কাপে কতগুলি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে?
প্রকাশ্যে আসা বেশকিছু রিপোর্ট বলছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ টুর্নামেন্টটি এবার টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে। ভারত যেহেতু এই টুর্নামেন্টের আয়োজক, তাই টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের দেখানো পথেই হাঁটতে পারে পাকিস্তান। অর্থাৎ বহু আগে ভারত থেকে মুখ ফিরিয়ে বহু হম্বিতম্বী দেখিয়েছিল পিসিবি।
এবার হয়তো সেই সূত্র ধরেই ভারতে আসতে অস্বীকৃত থাকতে পারে সে দেশের ক্রিকেট বোর্ড। ফলত মনে করা হচ্ছে, ভারত-পাকিস্তানের পারস্পরিক রাজনৈতিক অস্থিরতার কারণে এবারের এশিয়া কাপ সম্ভবত শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে। জানা যাচ্ছে, টুর্নামেন্ট যেহেতু টি-টোয়েন্টি ফরমেটে সেক্ষেত্রে এবারের প্রতিযোগিতায় মোট 19টি ম্যাচ আয়োজন করা হতে পারে।
ভারত-পাকিস্তান ম্যাচ
বেশ কিছু সূত্র অনুযায়ী, এশিয়া কাপের মঞ্চে মোট 3 বার পাকিস্তানের মুখোমুখি হতে পারে ভারত। জানা যাচ্ছে দুই দলই চ্যাম্পিয়নস ট্রফির মতোই এশিয়া কাপেও একই গ্রুপে জায়গা পাবে। টুর্নামেন্টের সুপার 4 রাউন্ডেও সম্মুখ সমরে উপস্থিত হতে পারে ভারত এবং পাকিস্তান। তবে আসন্ন টুর্নামেন্টে দুই দলের পারফরমেন্স যদি ভাল থাকে সেক্ষেত্রে ফাইনালের মঞ্চেও এই দুই দলকে একে অপরের বিপক্ষে লড়তে দেখা যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
অবশ্যই পড়ুন: দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে বাড়ছে মেট্রো? মামলা উঠতেই যা বলল হাইকোর্ট
উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপ টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান ছাড়াও আরও 6টি দল অংশগ্রহণ করছে। সূত্র বলছে, ভারত এবং পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং হংকং এই টুর্নামেন্টে যোগ দেবে।