বিক্রম ব্যানার্জী, কলকাতা: মরুদেশের হাইভোল্টেজ ম্যাচে ঘটেছিল দুর্ঘটনা! যার জেরে সামান্য চোট পেয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তবে চোট অল্প হলেও তা যাতে গুরুতর পর্যায়ে না পৌঁছায় সে জন্য নিউজিল্যান্ডের (India Vs New Zealand) বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাঁকে বিশ্রামে রাখতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
শেষ চারের লড়াইয়ে পাশাপশি ভারত এবং নিউজিল্যান্ড
চ্যাম্পিয়নস ট্রফির আসরে ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। মিনি বিশ্বকাপের শুরুতে ওপার বাংলার বাঘেদের টুটি চেপে ধরেছিল রোহিত শর্মার। যার কারণে শেষ পর্যন্ত কাহিল হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। গত রবিবার মরু দেশের একই ময়দানে পাকিস্তানকে গো হারা হারিয়েছে ভারত।
আর এই দুই বড় সাফল্যের পর শেষ চারের লড়াইয়ে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে টিম ইন্ডিয়া। সমগোত্রীয় ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডের ক্ষেত্রেও। প্রথমে পাকিস্তান এবং শেষবারের মতো সোমবার বাংলাদেশকে ফুটিয়ে প্রয়োজনীয় পয়েন্ট ঘরে তুলেছে কিউইরা। বর্তমানে এই দুই দলই এই গ্রুপের প্রথম দুই স্থানে জায়গা পেয়েছে। সেই সাথে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের আসনও।
বিগ সানডে তে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
গত রবিবার পাকিস্তানকে নাস্তানাবুদ করে ফের মরুদেশে নামতে চলেছে রোহিত বাহিনী। এবারের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সূচি অনুযায়ী, আগামী 2 মার্চ বিগ সানডেতে ভারত বনাম নিউজিল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচ রয়েছে। আর এই ম্যাচেই বহু হিসেবে মিটিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করবে
ভারত। কেননা প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলে কথা। সূত্র বলছে, এই ম্যাচের ফলাফলের ওপর দুই দলের সেমির ভাগ্য সেভাবে নির্ভর না করলেও খানিকটা বদলে যাবে সমীকরণ। সেই সাথে ভারত বা নিউজিল্যান্ড যে দলই পরশুদিনের ম্যাচ জিতবে তারাই এই গ্রুপের শীর্ষস্থান দখল করবে।
অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ার জন্য সুখবর, চোট কাটল বুমরাহর! চ্যাম্পিয়নস ট্রফিতে হবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি?
নিউজিল্যান্ডের ম্যাচে থাকছেন না রোহিত শর্মা?
বোর্ডের একটি সূত্র মারফত খবর, দুবাইয়ের মাটিতে শেষ রবিবার সামান্য চোট পেয়েছিলেন রোহিত শর্মা। তবে সেই চোট নিয়ে একেবারেই চিন্তিত নন অধিনায়ক রোহিত। ম্যাচ শেষে নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি পুরোপুরি সুস্থ। তবে সূত্র বলছে, আসন্ন রবিবারের ম্যাচে তাঁকে মাঠে নামিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। হয়তো সেই কারণেই চোট সেভাবে না থাকলেও কিউইদের বিরুদ্ধে তাঁর মাঠে নামা আপাতত অনিশ্চিত।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |