উত্তরবঙ্গে দূর হবে বিদ্যুৎ বিভ্রাট, গরমের আগেই বিরাট উদ্যোগ রাজ্য সরকারের

Published on:

New Substations in Cooch Behar

প্রীতি পোদ্দার, কলকাতা: দিন যত এগোচ্ছে ততই যেন রাজ্যে বিদ্যুৎ এর চাহিদা আরও বেড়েই চলেছে। অন্যদিকে রাজ্যের বিদ্যুৎ বণ্টন সংস্থায় চাপ বাড়ছে। যার ফলে এলাকায় লোডশেডিং এর প্রভাব যেমন বাড়ছে ঠিক তেমনই বাড়ছে লো ভোল্টেজের সমস্যা। কোচবিহারেও দেখা গিয়েছে এই ধরণের বড় সমস্যা। তবে এবার সেই সমস্যা সম্পূর্ণ নির্মূল করতে এক বড় ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিগত কয়েক মাস ধরে কোচবিহারের অন্তর্গত বিভিন্ন এলাকায় ঘনঘন লোডশেডিং দেখা যেত। যদিও এখন পাওয়ার কাটের সমস্যা দূর হয়েছে। তাই বেশি লোডশেডিং না হলেও জেলার বেশ কিছু এলাকায় লো ভোল্টেজের সমস্যা রয়েছে। সমস্যায় পড়ছেন কৃষকরাও। কারণ জমিতে মোটর চালিয়ে জল দিতে গিয়ে লো ভোল্টেজের সমস্যায় বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে আবার সাবস্টেশন থেকে অনেক গ্রামের দূরত্ব বেশি হওয়ায় ব্রেক ডাউন বাড়ছে সমস্যা আরও বাড়ে। তাই এই সব সমস্যার সমাধানেই এবার নতুন সাবস্টেশন (New Substations in Cooch Behar) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সাবস্টেশন নির্মাণের পথে রাজ্য সরকার

জানা গিয়েছে, কোচবিহারে বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নে তিনটি নতুন সাবস্টেশন বসানো হতে চলেছে। প্রত্যেকটি সাবস্টেশন থেকে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ হবে। একটি সাবস্টেশন থেকে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষ সুবিধা পাবেন। সূত্রের খবর, প্রতিটি সাবস্টেশন তৈরিতে খরচ হবে প্রায় ১০ কোটি টাকা করে। তাই সব মিলিয়ে প্রায় ৩০ কোটি টাকার বাজেট ধরা রয়েছে। ইতিমধ্যেই DPR তৈরি হয়ে গিয়েছে। পাশাপাশি জমি হস্তান্তরের বিষয়টি উল্লেখ করে রাজ্যে ফাইল পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির কোচবিহার রিজিওনাল অফিস সূত্রে জানা গিয়েছে, যে তিনটি জায়গা নতুন সাবস্টেশন বসানোর জন্য চিহ্নিত করা হয়েছে সেগুলি হল কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিট, কোচবিহার ১ ব্লকের চিলকির হাট এবং তুফানগঞ্জ ২ ব্লকের শালবাড়িতে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আর পড়ুনঃ তরুণের স্বপ্নে ট্যাবের টাকা পেয়েও উচ্চমাধ্যমিক দিচ্ছে না রেকর্ড পরীক্ষার্থী! ভয় ধরাবে সংখ্যা

সুবিধা হবে কৃষকদের

আশা করা যাচ্ছে, রাজ্য সরকারের এই নয়া উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দাদের সমস্যা দূর হবার পাশাপাশি কৃষকদের সমস্যাও দুর হবে। সেখানকার স্থানীয় কৃষক মজিবর ও রহমান ও সাবের আলি জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরে এলাকায় লো ভোল্টেজের সমস্যা চলছে। এর আগে বহুবার অভিযোগ জানানো হয়েছিল। সাবস্টেশন তৈরি হলে সকলেই তার সুবিধা পাবেন।’ অন্যদিকে কোচবিহার রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দাস বলেন, ‘জেলায় ৮ লক্ষ ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। বর্তমানে ২৪টি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তারপরও কিছু সমস্যা রয়েছে। তাই আরও তিনটি নতুন সাবস্টেশন তৈরি হচ্ছে।”

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group