বিক্রম ব্যানার্জী, কলকাতা: জ্যোতিষ শাস্ত্র বলছে, মার্চে লটারি (Lottery) প্রাপ্তির যোগ রয়েছে বেশ কিছু রাশির। দীর্ঘদিন ধরে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করার কথা ভাবছিলেন অনেকেই, অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে মার্চ মাসের শুরুর দিকে সাহস করে লটারি কেটে দেখতে পারেন। রাশি চক্রের পরিবর্তন ও জ্যোতিষ শাস্ত্রের ওপর ভিত্তি করে বেশ কিছু তথ্য সামনে এসেছে।
রিপোর্ট যা বলছে, তাতে বেশ কিছু রাশির জন্য মার্চ মাস অত্যন্ত শুভ। আর এই সময় অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়গুলিতে মনোযোগী হওয়া উচিত সংশ্লিষ্ট রাশিগুলির জাতক জাতিকাদের। তবে শুভ সময়ের পাশাপাশি মার্চ জুড়ে খারাপ সময়ও যাবে বেশ কয়েকটি রাশির।
লটারি থেকে বিরত থাকবেন বৃষ রাশির ব্যক্তিরা
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মার্চের বিভিন্ন সময়ে বৃষ রাশির ব্যক্তিদের জন্য অশুভ যোগ রয়েছে। মনে করা হচ্ছে, এই সময়ে লটারির দিকে ঝোঁক না দেওয়াই ভাল। মূলত অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়গুলিতে চরম ক্ষতির মুখে পড়তে পারেন বৃষ রাশির ব্যক্তিরা।
মিথুন রাশির করণীয় কী?
জ্যোতিষ বিদদের মতে, মার্চে মিথুন রাশির ব্যক্তিদের লটারি প্রাপ্তির বিশেষ সুযোগ রয়েছে। সূত্র বলছে, এই মাসে লটারি কাটলে ভাগ্য ঘুরতে পারে মিথুন রাশির জাতক-জাতিকাদের। সেই সাথে লটারির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।
কর্কট
লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করার প্রবল ইচ্ছা থাকলে মার্চ মাসের প্রথমভাগে লটারি কেটে দেখতে পারেন কর্কট রাশির ব্যক্তিরা। এই মাসে কর্কট রাশির জন্য শুভ যোগ রয়েছে। অর্থ লাভেরও বিপুল সম্ভাবনা থাকছে।
সিংহ রাশি
মার্চ মাসের শুরুর দিকে এবং মধ্যভাগে লটারি কাটা থেকে বিরত থাকবেন সিংহ রাশির ব্যক্তিরা। এই সময়ে লটারি কেটে অর্থ প্রাপ্তির বদলে বিপুল লোকসান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মার্চের শেষভাগে সিংহ রাশির ব্যক্তিদের শুভ সময় চলবে। আর তখনই লটারি কেটে মোক্ষম চাল দিয়ে দেখতে পারেন এই রাশির ব্যক্তিরা।
কন্যা রাশি
মার্চে কন্যা রাশির ব্যক্তিদের জন্য লটারিপ্রাপ্তির খুব একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে না। তাই এই সময়ে বড় অঙ্কের লটারি কাটা থেকে বিরত থাকাই ভাল। তবে খুব ইচ্ছে হলে অল্প অঙ্কের ছোটখাটো লটারি কেটে দেখতে পারেন।
মাঝামাঝি অবস্থানে তুলা রাশি
জ্যোতিষীর মতে, মার্চের গোটা সময়টা তুলা রাশির ব্যক্তিদের জন্য মাঝামাঝি প্রকৃতির হতে চলেছে। অর্থাৎ এই সময় লটারি কাটলে খুব একটা ক্ষতির মুখে পড়বেন না তুলা রাশির ব্যক্তিরা। ভাগ্য ভাল থাকলে ছোটখাটো পুরস্কার পেয়ে যেতে পারেন তুলা রাশির জাতক-জাতিকারা।
মার্চের শেষ ভাগে খারাপ সময় যাবে বৃশ্চিক রাশির
জানা যাচ্ছে, মার্চের প্রথম দিকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা মাঝামাঝি থাকলেও মার্চের শেষ দিকে বিপুল অর্থ হানির সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির ব্যক্তিদের। তবে মার্চ মাসের মধ্যম ভাগ এই রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ। এই সময়ে লটারি কেটে নিজেদের ভাগ্য পরখ করে দেখতে পারেন।
গোটা মাস ভালো যাবে ধনুর
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, গোটা মার্চ মাসটাই ধনু রাশির ব্যক্তিদের জন্য শুভ হতে চলেছে। ফলত, এই মাসের যেকোনও সময় লটারি কেটে নিজেদের ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন ধনু রাশির ব্যক্তিরা।
মকর রাশি
মার্চের মধ্যভাগে লটারিপ্রাপ্তির যোগ রয়েছে, মকর রাশির ব্যক্তিদের। তবে এই মাসের প্রথম ভাগ এবং শেষ ভাগে লটারি কাটার কথা মাথাতেও আনবেন না।
অবশ্যই পড়ুন: টানা দু’দিন সোনার দামে ধস, সপ্তাহান্তে চমক দেখাচ্ছে রুপোর দাম! রইল আজকের রেট
কুম্ভ রাশির অবস্থা
আর্থিক দিক থেকে খুব একটা লাভবান না হলেও মাঝামাঝি ফল পাবেন কুম্ভ রাশির ব্যক্তিরা। মার্চ মাস জুড়ে এই রাশির ব্যক্তিদের জন্য শুভ সময় চলবে। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে লটারি কেটে ভাগ্য পরখ করতে পারেন কুম্ভ রাশির ব্যক্তিরা।
মীন রাশির ভাগ্য অদ্ভুত প্রকৃতির হবে
মার্চ মাস মীন রাশির ব্যক্তিদের জন্য খানিকটা অদ্ভুত প্রকৃতির হতে চলেছে। কারণ, এই মাসে মীন রাশির ব্যক্তিদের শুভ সময়ও চলবে না আবার খুব একটা অশুভ দিকও লক্ষ করা যাচ্ছেনা। কাজেই মার্চ মাসে লটারি কাটার ইচ্ছে থাকলে খুব ভেবে চিন্তে তবেই পদক্ষেপ নেবেন। এই সময় লটারি প্রাপ্তির ক্ষীণ যোগ থাকলেও অর্থ হানির সম্ভাবনা রয়েছে মীনের।
(প্রতিবেদনটি মূলত জ্যোতিষ শাস্ত্র ও বেশকিছু তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। লটারি কাটার মতো অর্থ লগ্নী সংক্রান্ত বিষয় একান্তই ব্যক্তিগত)
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |