অপেক্ষা ফুরল! প্রকাশ্যে এল হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালুর দিনক্ষণ

Published on:

Howrah to Salt Lake Sector 5 Metro service may start in April

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কবে চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পূর্ণাঙ্গ পরিষেবা (Howrah-Salt Lake Metro)? কলকাতাবাসীর এই প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই! তবে সম্প্রতি প্রকাশ্যে আসা বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আগামী এপ্রিলেই চালু হয়ে যেতে পারে 16.6 কিমি দীর্ঘ মেট্রো লাইনের টানা পরিষেবা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে বর্তমানে যাত্রী সংখ্যা যথেষ্ট। যাত্রী বেড়েছে হাওড়া ময়দান থেকে এস্প্ল্যানেড রুটেও। তবে সূত্র বলছে, সরাসরি হাওড়া ময়দান থেকে একেবারে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা একবার চালু হয়ে গেলে যাত্রী সংখ্যা আরও বাড়বে।

কবে নাগাদ চালু হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর পূর্ণাঙ্গ পরিষেবা?

শুক্রবার প্রকাশ্যে আসা একটি রিপোর্টে, কলকাতাবাসীর প্রাথমিক জিজ্ঞাস্য অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রোর পূর্ণাঙ্গ পরিষেবা কবে থেকে চালু হবে তার উত্তর মিলেছে। জানা যাচ্ছে, আগামী 15 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিনই চালু হয়ে যেতে পারে কলকাতার 16.6 কিমি দীর্ঘ ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনের গোটা পরিষেবা। তবে বহু প্রতীক্ষিত পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা থাকলেও তা নিয়ে ইঞ্জিনিয়ারদের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গোটা পরিষেবা চালু করা যথেষ্ট চ্যালেঞ্জিং!

মেট্রোর ইঞ্জিনিয়ারদের তরফে পাওয়া তথ্য বলছে, শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অংশে বউবাজার এলাকার কাজ সম্পন্ন হওয়ার পর সিআরএস সুরক্ষা সার্টিফিকেট লাগবে। সেই সাথে মেট্রোর এই অংশের কাজ শেষ হলে রাজ্য সরকারের তরফে ফায়ার গ্রুপ সার্টিফিকেটও প্রয়োজন পড়বে। এই দুই সার্টিফিকেট হাতে পাওয়ার পরই মেট্রো লাইনের বাণিজ্যিক পরিষেবা চালু করা যাবে। যা বর্তমানে খানিকটা হলেও চ্যালেঞ্জিং।

ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, বউবাজার অঞ্চলে বর্তমানে সিগন্যাল টেস্ট চলছে। এই কাজ শেষ হতে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বউবাজার অংশের সিগন্যাল টেস্টের কাজ শেষ হয়ে গেলে সুরঙ্গের ক্রস প্যাসেজে ফায়ারপ্রুফ দরজা বসবে। এই কাজ দ্রুত শেষ করলে তবেই এই অংশের পরীক্ষা করতে পারবে সিআরএস। দ্রুত যাতে সেই কাজ শেষ করা যায় সেদিকেই মন দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বলাবাহুল্য এই কাজের আগে বউবাজার অংশে জিও ফিজিক্যাল ট্রোমোগ্রাফিক সার্ভে করা হয়েছিল।

অবশ্যই পড়ুন: ৩১ মার্চ শেষ সুযোগ, SBI-র ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে ঘরে আনুন ৪০,০০০ টাকা

প্রসঙ্গত, বেশ কিছু রিপোর্ট বলছে, মেট্রোর কাজের জন্য প্রথমবারের মতো ধ্বস নেমেছিল বউবাজার অঞ্চলে। 2019 সালের 31 আগস্ট মেট্রোর কাজ চলাকালীন কলকাতা পৌরসভার 48 নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। এরপরই ধস নামে বউবাজার অঞ্চলে। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল 2022 -এও। সেবছর দ্বিতীয়বারের মতো ফের ধ্বস নামে বউবাজার এলাকায়। সূত্রের খবর, মেট্রো লাইনের কাজের জেরে আচমকা ধ্বস নামায় ক্ষতিগ্রস্ত হয় কলকাতার বেশ কিছু এলাকা। সেই সাথে ধ্বসে চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল 70টি বাড়ি। এবার সেইসব আশঙ্কাকে সামনে রেখেই দীর্ঘ জট কাটিয়ে চলছে মেট্রোর কাজ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group