শ্বেতা মিত্র, কলকাতা: এক দশকেরও বেশি সময়ের যন্ত্রণার অবসান। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি মেনে, অবশেষে নতুন রাস্তা তৈরি করার কাজে হাত দিয়েছেন প্রশাসন। এই রাস্তা জাতীয় সড়ক ও কোনা এক্সপ্রেসওয়ের মধ্যে সংযোগকারী অন্যতম একটি পথ।
নতুন রাস্তা পাচ্ছেন এলাকাবাসী
হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের কাছারি পড়ার বাসিন্দারা দীর্ঘ দিন ধরে রাস্তা মেরামত করার দাবি জানিয়ে আসছেন। এই দাবি এক কিংবা দুই বছরের নয়। জানা গিয়েছে, প্রায় ১৫ বছর ধরে রাস্তা সংস্কার করার দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষজন। পাশের হাইওয়ে। অথচ স্থানীয় এলাকার রাস্তার হাল বেহাল। বৃষ্টি হলে জল জমে যায় রাস্তায়।
শুধু স্থানীয় মানুষই নয়, এক্সপ্রেসওয়ে কিংবা জাতীয় সড়কে যাওয়ার জন্য অনেকেই এই রাস্তা ব্যবহার করেন। ফলত রাস্তার গুরুত্ব যে অনেকটাই, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এরকম গুরুত্বপূর্ণ একটি রাস্তা, তার নাকি অবস্থা করুণ! ভোগান্তি স্থানীয় মানুষদের। স্থানীয়দের একাংশের দাবি, ওই পথের ওপর দিয়ে ভারী যান চলাচল করে, ফলত রাস্তার অবস্থা দিনকে দিন আরো খারাপ হয়েছে।
আর পড়ুনঃ বৈঠক নবান্নে, এবার কপাল খুলছে পেঁয়াজ চাষিদের! রাজ্য সরকারের উদ্যোগে কমবে দামও
কবে শুরু হচ্ছে কাজ?
রাস্তার হাল খতিয়ে দেখার পরেই ব্যবস্থা নেয় প্রশাসন। ইতিমধ্যে নতুন করে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। কর্মীদের সঙ্গে এলাকার মানুষজনও রাস্তা সংস্কারের কাজ হাত বাড়িয়ে দিয়েছেন বলে সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে। সব মিলিয়ে মোট ৪ মিলিমিটারের রাস্তা মেরামত করা হবে। বর্ষার আগেই এই কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কাজ ইতিমধ্যে অনেকটাই এগিয়েছে বলে খবর। বাকি কাজ বর্ষার আগে শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |