টিম ইন্ডিয়ায় যোগ দিল নতুন মুখ! খেলেবন কিউইদের ম্যাচেই, রইল সম্ভাব্য একাদশ

Published on:

Check out India's probable playing XI against New Zealand

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মরুদেশে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে সামান্য চোট পেয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তবে ম্যাচ শেষ হতেই খেলোয়াড় জানিয়েছিলেন সম্পূর্ণ ফিট তিনি। এবার সেই আশ্বাস সত্ত্বেও আসন্ন 2 মার্চের ম্যাচে রোহিতের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বোর্ডের একটি সূত্র মারফত খবর, রোহিতের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে হিটম্যানকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না BCCI। তাই বিগ সানডেতে ভারত বনাম নিউজিল্যান্ডের (India Vs New Zealand) ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে তাঁকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রোহিতের ইঞ্জুরি আপডেট

গত রবিবার রিজওয়ান অ্যান্ড কোম্পানির বিপক্ষে আক্রমণ শানাতে গিয়ে নামমাত্র চোট পেয়েছিলেন খেলোয়াড়। সেই মাঠে চলেছিল সুশ্রুষা। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও নিজের ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী সুর চড়িয়েছিলেন রোহিত। তবে কিউইদের ম্যাচের এগিয়ে আসতেই এবার গ্রুপ পর্বের শেষ আসরে একপ্রকার অনিশ্চিত হয়ে বললেন শর্মা।

সূত্র বলছে, বর্তমানে তাঁর শরীরে অসস্তি নেই বললেই চলে। চোটের কারণে কোনও সমস্যাই হচ্ছে না রোহিতের। তবে তা সত্ত্বেও বৃহস্পতিবার দুবাইয়ের মাঠে অনুশীলনে দেখা যায়নি শর্মাকে। বেশিরভাগ সংবাদ মাধ্যম দাবি করছে, রোহিত ফিট আছে জেনেও তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না, বোর্ড কর্তারা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কিউইদের বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দেবেন গিল?

হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছিলেন রোহিত। তবে এখন তিনি ফিট। কিন্তু খেলোয়াড়ের স্বাস্থ্য জনিত সমস্যার আশঙ্কায় তাঁকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রামে রাখতে পারে ম্যানেজমেন্ট। আর সেই সূত্র ধরেই কিউইবাহিনীর বিপক্ষে টিম ইন্ডিয়ার চালকের আসনে বসানো হতে পারে, তরুণ তারকা শুভমন গিলকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন পাঞ্জাবের এই ক্রিকেটার। ইংলিশদের ছাতু করে একদিনের সিরিজে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতেও নিজের গতি ধরে রাখার চেষ্টা করছেন গিল। মনে করা হচ্ছে, খেলোয়াড়ের দুর্দান্ত ফর্ম ও দলকে নেতৃত্ব দেওয়ার দক্ষতাকে সামনে রেখে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোহিতের আসনে বসানো হবে তাঁকে।

প্রথমবারের জন্য সুযোগ পাচ্ছেন এই খেলোয়াড়

চলতি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে এখনও পর্যন্ত খাতা খুলতে পারেননি ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। প্রাপ্ত তথ্য বলছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবিবারের ম্যাচে তাঁকে মাঠে নামাতে পারে বোর্ড। সেক্ষেত্রে কত নম্বরে খেলবেন পন্থ?

আর পড়ুনঃ ঝুঁকি নেবে না BCCI, নিউজিল্যান্ডের ম্যাচে অনিশ্চিত রোহিত, ইঞ্জুরি নিয়ে বড় আপডেট

হিসেব যা বলছে, ভারতীয় দলের টপ অর্ডারে কোনও বাঁ হাতি ব্যাটসম্যান নেই। আর ঠিক সেই কারণেই কে এল রাহুলকে বসিয়ে রেখে অক্ষরকে আগে নামানো হচ্ছে। সূত্র বলছে, ঋষভ যদি দলে ফিরতে পারেন সে ক্ষেত্রে টিম ইন্ডিয়ার বাঁ হাতি ব্যাটসম্যানের সমস্যাও ঘুচে যাবে। কিউইদের বিরুদ্ধে সম্ভবত 5 অথবা 6 নম্বরে নামানো হতে পারে পন্থকে। তবে তাঁকে ওপেনিং করানো হবে কিনা তা নিয়ে সংশয়ের জাল যথেষ্ট চওড়া। উল্লেখ্য, রোহিত বিশ্রামে থাকলে গিলের বিপরীতে ওপেনিং করতে পারেন কে এল রাহুল।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

শুভমান গিল(অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, হর্ষিত রানা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group