বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী (Influential Countries) দেশগুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চিন। হ্যাঁ! সম্প্রতি গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্সের রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। সূত্রের খবর, বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ও প্রভাবশালী দেশ গুলির তালিকায় শীর্ষে জায়গা ধরে রেখেছে আমেরিকা।
এদিকে তালিকায় প্রভাবশালী দেশগুলির নিরিখে ব্রিটেনকেও ছাপিয়ে গিয়েছে শি জিনপিংয়ের দেশ। ব্র্যান্ড ফাইন্যান্স দ্বারা প্রকাশিত তালিকায় বিশেষ উন্নতি হয়েছে চিনাদের। ভারতের অবস্থান কততে?
ইতিহাস গড়ল চিন!
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশগুলির তালিকায় দ্বিতীয় স্থান দখলকারী চিনের প্রাপ্ত পয়েন্ট 72.8। সূত্র বলছে, গ্লোবাল সফট পাওয়ার ইনডেক্সে উপস্থাপিত মোট 100টি দেশের মধ্যে 72.8 পয়েন্ট নিয়ে গৌরবের সাথে দ্বিতীয় স্থান দখল করে রেখেছে চিনারা। জানলে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশগুলির র্যাঙ্ক লিস্টে দ্বিতীয় স্থানের রেকর্ড চিনের ইতিহাসে এটাই প্রথম।
গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুসারে, বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ, চিনের স্থিতিশীলতা এবং দেশীয় ব্যান্ড গুলির উন্নতির কারণে বিশ্বের প্রভাবশালী দেশগুলির তালিকায় এক লাফে তৃতীয় স্থানে উঠে এসেছে চিন।
এক নজরে আমেরিকার ফলাফল..
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, গ্লোবাল সফট পাওয়ার ইনডেক্সে মূলত 100টিরও বেশি দেশের অন্তত 1 লক্ষ 70 হাজার মানুষের ওপর একটি সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষার ভিত্তিতেই গ্লোবাল টাইমসের প্রতিবেদনে ফলাফল প্রকাশিত হয়েছে। প্রতিবেদন বলছে, অর্থনৈতিক দিক থেকে এগিয়ে থাকা দেশগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা। গ্লোবাল সফট পাওয়ার ইনডেক্সের রিপোর্টে বিশ্বের প্রভাবশালী দেশগুলির মধ্যে 79.5 পয়েন্ট পেয়েছে আমেরিকা। যেখানে চিনের পয়েন্ট 72.8।
বেশ কিছু সূত্র বলছে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ও প্রভাবশালী দেশ গুলির তালিকায় শীর্ষে থাকলেও আমেরিকার বিশ্বব্যাপী খ্যাতি হ্রাস পেয়েছে। জানা যাচ্ছে, বৈশ্বিক খ্যাতির দিক থেকে চার ধাপ পিছিয়ে বর্তমানে 15 নম্বরে জায়গা হয়েছে আমেরিকার। এছাড়াও আমেরিকার গভর্নেন্স ম্যাট্রিক্স 4 ধাপ পিছিয়েছে। বর্তমানে সেটির অবস্থান 10 নম্বরে।
একধিক ক্ষেত্রে এগিয়ে চিন!
গ্লোবাল সফট পাওয়ার ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, পাওয়ার ইনডেক্সের দ্বিতীয় স্থানে থাকা চাইনিজ ব্র্যান্ড ফাইন্যান্সের চেয়ারম্যান ডেভিড হাই জানান, বিভিন্ন ক্ষেত্রে ক্রমশ নিজেদের উন্নত করছে চিন। 2025 সালের র্যাঙ্কিং থেকেই বোঝা যাচ্ছে যে, বিগত বছরগুলিতে অর্থনীতি, সংস্কৃতি ও প্রযুক্তিগত বিভিন্ন ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে চিন। দেশটিতে অর্থনৈতিক আকর্ষণ বৃদ্ধি, সংস্কৃতি প্রদর্শন এবং একটি নিরাপদ ও সুশাসিত জাতি হিসেবে চিন যে সুখ্যাতি লাভ করেছে তার অন্যতম প্রতিফলন এই তালিকা।
অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ায় যোগ দিল নতুন মুখ! খেলেবন কিউইদের ম্যাচেই, রইল সম্ভাব্য একাদশ
তালিকায় অবনতি হয়েছে ভারতের
সফট পাওয়ার ইনডেক্সের রিপোর্ট বলছে, 2025 সালের হিসেব অনুযায়ী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ গুলির তালিকায় 29 নম্বরে ঠাঁই হয়েছে ভারতের। হ্যাঁ, যেখানে প্রতিদ্বন্ধী দেশ চিন ও আমেরিকার অবস্থান প্রথম দুয়ে সেখানে ভারতের স্থান অনেকটাই পিছিয়ে। সূত্র বলছে, 2023 সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশগুলির তালিকায় 28 নম্বরে ছিল ভারত। তবে প্রায় দু’বছর পর মোদি জমানায় আরও একধাপ পিছিয়ে 29 নম্বরে পৌঁছালো ভারত।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |