প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে সৌদি আরব, সংযুক্ত আরব আমির শাহির মতো দেশে আকাশে দেখা মিলল চাঁদ এর। আর তার ফলে শনিবার থেকেই সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হতে চলেছে। একাধিক দেশে আজ থেকেই রোজা রাখা শুরু করবেন। তবে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে রবিবার থেকে পবিত্র রমজান মাসের সূচনা হবে। পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা রোজা রাখেন। এক মাস দিনভর উপবাস রাখবেন তাঁরা। তারপর খুশির ইদ পালন করবেন। তাই এই আবহে এক নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।
সূত্রের খবর, প্রতি বছরের ন্যায় এই বছরেও রমজান মাসে অতিরিক্ত রেশন সামগ্রী (Ramadan Special Ration Package) দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। বর্তমানে প্রায় ১০ কোটির কাছাকাছি মানুষ রেশনের মাধ্যমে খাদ্য দ্রব্য পেয়ে থাকেন। আর তার মধ্যে যে সকল অতিরিক্ত খাদ্য সামগ্রী পাওয়া গিয়েছে তার মধ্যে অন্যতম হল ময়দা, চিনি ও ছোলা। ইতিমধ্যে এই নিয়ে রাজ্য সরকারের সাথে একটি বৈঠক হয়ে গিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরের। তাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন খাদ্যদ্রব্যের জন্য কত টাকা ধার্য করা হবে।
কাদের জন্য দেওয়া হবে এই সুযোগ?
খাদ্য ও সরবরাহ দফতরের তরফে জানানো হয়েছে, রেশনিং ব্যবস্থার মাধ্যমে অন্ত্যোদয় অন্নযোজনার (AAY)এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারকে (SPHH) ‘রমজান বিশেষ প্যাকেজ’ প্রদান করা হবে। শুধুমাত্র একমাসই সেই প্যাকেজ মিলবে বলে খাদ্য ও সরবরাহ দফতরের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ ২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চলবে এই প্যাকেজিং ব্যবস্থা থাকবে।
আরও পড়ুনঃ ১৫ বছরের অপেক্ষার অবসান, হাওড়ার পাড়ার রাস্তা এবার জুড়ছে কোনা এক্সপ্রেসওয়ের সাথে
কী কী থাকবে এই প্যাকেজে?
রমজানের এই বিশেষ প্যাকেজে মিলছে তিনটি ভর্তুকিযুক্ত খাদ্য উপাদান। যার মধ্যে ভর্তুকিজুক্ত চিনি দেওয়া হবে পরিবারপিছু এক কিলোগ্রাম। যার দাম পড়বে ৩২ টাকা। অন্যদিকে ভর্তুকিযুক্ত ছোলা দেওয়া হবে প্রতিটি পরিবারকে এক কিলোগ্রাম। সেজন্য খরচ পড়বে ৬২ টাকা। এরপর ভর্তুকিযুক্ত ময়দা ৩২ টাকায় দেওয়া হবে। খাদ্য সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিটি পরিবারকে এক কেজি ময়দা দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |