প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েক দিন ধরে খবরের কাগজে বার বার দেখা যাচ্ছে যে বাঘের উপদ্রব বেড়েছে। আজ এখানে বাঘের থাবা দেখা যাচ্ছে তো কাল অন্য জায়গায় বাঘের থানা মিলেছে। শেষে সব রকম খোঁজ নিয়ে দেখা যায় এই উপদ্রবের কারণ আসলে বাঘের সংখ্যা বেড়েছে। তাও আবার যে সে বাঘ নয়। একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই আবহে অবশেষে সেঞ্চুরি করল রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger in Sundarban)। গোটা দেশের সঙ্গে-সঙ্গে সুন্দরবনেও বাঘের সংখ্যা বাড়ল অনেকটাই।
সুন্দরবনে সেঞ্চুরি করল রয়্যাল বেঙ্গল টাইগার
রাজ্যের বনবিভাগ দফতর সূত্রে জানা গিয়েছে যে সম্প্রতি বাংলা জুড়ে বাঘ গণনা করা হয়েছিল। আর সেই সূত্রে যে রিপোর্ট উঠে এসেছে তা দেখে সকলেই বেশ চমকে গিয়েছে। বাংলায় যে ১০২ টি বাঘ ধরা পড়েছে তার মধ্যে সুন্দরবনেই রয়েছে ১০১টি বাঘ। ২০২১-২২ সালে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল ১০০। এই মুহূর্তে আরেকটি রয়েছে উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে। এদিকে ব্যাঘ্র প্রকল্পের রিপোর্টে নাম তোলা হয়নি ঝাড়খণ্ডের পালামৌ থেকে আসা রয়্যাল বেঙ্গল টাইগার এর। যা নিয়ে নানা সমালোচনা এবং বিতর্ক চলছে। তবে সেই বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছে রাজ্যের প্রধান মুখ্য বনপাল দেবল রায়।
জিনাতসঙ্গী এখন বাংলায়!
দেবল রায় জানিয়েছেন যে ব্যাঘ্র শুমারিতে ঝাড়খণ্ডের পালামৌ থেকে আসা রয়্যাল বেঙ্গল টাইগারকে নাও ধরলেও ওই বাঘ এখন পশ্চিমবঙ্গেই অবস্থিত। আশা করা যাচ্ছে রাইকা পাহাড়ের জঙ্গলেই রয়েছে সে। কারণ ওই জঙ্গল বাঘ থাকার ক্ষেত্রে অত্যন্ত আদর্শ। আসলে বাঘ সেই জঙ্গলেই থাকে যেখানে সে নিজেকে আড়াল করতে পারবে এবং শিকারের সময় নিজেকে লুকিয়ে রাখার এক দারুণ জায়গা খুঁজে বের করবে। তবে শুধু বাঘ নয় এই মুহূর্তে জঙ্গলে জঙ্গলে বাড়ছে জীববৈচিত্র্য। অন্যদিকে জিনাতসঙ্গীর সুরক্ষা বজায় রাখতে গোটা জঙ্গল জুড়ে খোঁজ চালাচ্ছে যৌথ বন পরিচালন কমিটির সদস্যরা। কারণ যৌথ বন পরিচালন সমিতির সদস্যরা রাজ্যের বনকর্তাকে জানিয়ে দেন, এই রয়্যাল বেঙ্গল টাইগারকে তারা আগলে রাখবেন।
আরও পড়ুনঃ ভারতে আসছেন মেসি! খেলবেন কলকাতায়? ভাইরাল পোস্টে উত্তর খুঁজছে ভক্তরা
এই প্রসঙ্গে রাজ্যের বনবিভাগের মন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন, “জঙ্গল বেড়ে যাওয়ার কারণেই বাংলায় বাঘের সংখ্যা বাড়ছে। ২০২৫-এর ব্যাঘ্র গণনা অনুযায়ী বাংলায় বাঘের সংখ্যা ১০২। আশা করা যাচ্ছে ভবিষ্যৎ এ বাঘের সংখ্যা আরও বাড়বে। ” এই রয়্যাল বেঙ্গল টাইগারটির প্রথম ছবি ধরা পড়েছিল গতবছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাসে ছত্তিশগড়ের বলরামপুরের গুরু-ঘাসিদাস ন্যাশনাল পার্কে। তারপর মে-জুন মাসে ঝাড়খণ্ডের পালামৌতে ট্র্যাপ ক্যামেরায় বন্দি হয় এই বাঘ। পাশাপাশি এদিন বান্দোয়ানের কুইলাপালে জিনাত বন্দি সাফল্যে দ্বিতীয় ধাপে ৫২ জনকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শংসাপত্র প্রদান করেন বনমন্ত্রী।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |