সৌভিক মুখার্জী, কলকাতাঃ বর্তমান সময়ে সরকারি ব্যাংকগুলিতে চাকরির প্রতিযোগিতা যেন ক্রমশই বাড়ছে। আর এরই মাঝে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রচুর শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের (BOI Apprentice Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ন্যূনতম স্নাতক পাশ হলেই এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে বলে রাখি, ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদে আবেদনযোগ্য।
কোন রাজ্যের জন্য কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে নিয়োগ করা হবে, আবেদন কীভাবে করবেন ইত্যাদি বিষয়গুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | BOI Apprentice Recruitment 2025 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। শূন্যপদ সংখ্যা রয়েছে মোট ৪০০টি। তবে রাজ্যভিত্তিক ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে। যেমন পশ্চিমবঙ্গের কলকাতার জন্য ১৮টি, শিলিগুড়ির জন্য ২৮টি এবং হাওড়ার জন্য ৬টি শূন্যপদ বরাদ্দ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীরা স্নাতক ডিগ্রি অর্জন করলেই এই পদে আবেদন জানাতে পারবে।
বয়স সীমা কত লাগবে?
বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়স ছাড় পাবে। যেমন SC/ST হলে ৫ বছর, OBC হলে ৩ বছর এবং PwBD হলে ১০ বছরের ছাড় পাওয়া যাবে।
বেতন কত দেওয়া হবে?
যে সমস্ত প্রার্থীরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পদে নিযুক্ত হবে তাদেরকে প্রতি মাসে ১২,০০০/- টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। তবে এক্ষেত্রে বলে রাখি, প্রার্থীরা ব্যাংকের কোন অতিরিক্ত সুবিধা পাবেন না।
আবেদন কীভাবে করবেন?
আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
১) প্রথমে NATS পোর্টালে (https://nats.education.gov.in) গিয়ে রেজিস্ট্রেশন করুন।
২) রেজিস্ট্রেশন হয়ে গেলে পোর্টালে লগইন করুন।
৩) এরপর ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদনপত্রটি ওপেন করুন।
৪) এবার নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদনপত্রটি পূরণ করুন।
৫) সবশেষে আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে কেন্দ্রীয় সরকারি চাকরি, ১১৬১ শূন্যপদে কনস্টেবল নিয়োগ করছে CISF
এক্ষেত্রে বলে রাখি, SC/ST প্রার্থীর জন্য ৬০০ টাকা আবেদন ফি লাগবে, PwBD প্রার্থীদের জন্য ৪০০ টাকা আবেদন ফি লাগবে এবং অন্যান্য সকল প্রার্থীদের জন্য ৮০০ টাকা আবেদন ফি লাগবে।
নিয়োগ কীভাবে করা হবে?
বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, প্রার্থীদের দুইটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে একটি অনলাইন পরীক্ষা নেওয়া হবে। তারপর স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন করার আগে অবশ্যই জেনে নেওয়া উচিত, এখানে আবেদন শুরু হচ্ছে ১লা মার্চ, ২০২৫ থেকে এবং আবেদন চলবে ১৫ই মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়াই ভালো।
অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |