IIT-র ৪৮ লাখের চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, IPS হয়ে স্বপ্নপূরণ অঞ্জলির

Published on:

ips anjali vishwakarma

শ্বেতা মিত্র, কলকাতা: লক্ষাধিক টাকার চাকরি ছেড়ে নিজের স্বপ্ন পূরণ করা কিন্তু মুখের কথা নয়। এর জন্য মনে অদম্য সাহস ও কিছু করে দেখানোর জেদ থাকা দরকার। আর এই কথাটা যেন অক্ষরে অক্ষরে সত্যি করেছেন অঞ্জলি বিশ্বকর্মা (IPS Anjali Vishwakarma) । আজকের এই আর্টিকেলে আপনাদের এমন এক মানুষের সাফল্যের কাহিনী তুলে ধরা হবে যার সম্পর্কে শুনলে আপনারও বুক গর্বে ফুলে উঠবে। আজ আমরা আইপিএস অঞ্জলি বিশ্বকর্মার কথা বলতে চলেছি, যিনি ইউপি পুলিশের একজন গতিশীল তরুণ অফিসার।

আইপিএস অঞ্জলি শর্মার সাফল্যের কাহিনী

চার বছরের কেরিয়ারে তিনিদুর্দান্ত পারফর্ম করেছেন অঞ্জলি। অনেক বড় বড় মামলার সমাধান অবধি করেছেন তিনি। আপনাদের বলি, ২০২১ ব্যাচের আইপিএস অঞ্জলি বিশ্বকর্মা ইন্টারমিডিয়েটে উত্তরাখণ্ডে শীর্ষস্থান অধিকার করেছিলেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, অঞ্জলি বিশ্বকর্মা বলেছেন যে তার ছোটবেলার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। কারণ মা এবং বাবা এটা চেয়েছিলেন।

তবে, সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিবর্তিত হয়। তিনি জানান, ‘আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শুরু করি।’ অঞ্জলি বিশ্বকর্মা জানান যে তিনি JEE পরীক্ষায় উত্তীর্ণ হন এবং IIT কানপুরে নির্বাচিত হন।

ছেড়েছেন লক্ষাধিক টাকার চাকরি

২০১৫ সালে পড়াশোনা শেষ করার পর, তিনি একটি বিদেশী কোম্পানিতে ৪৮ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজে চাকরি পান। বিদেশে কাজ করার সময়, তিনি অনেক জায়গায় কাজ করার সুযোগ অবধি পেয়েছিলেন। তিনি জানান, ‘আমি খুব হাই প্যাকেজের চাকরি পেয়েছি, কিন্তু অনেকবার ভেবেছি জীবনে টাকাই কি সবকিছু? যখন আমি আমার এক বন্ধুর সাথে কথা বললাম, সে আমাকে বলল যে সে চাকরি ছেড়ে UPSC-এর জন্য প্রস্তুতি নিচ্ছে।’ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তার বার্ষিক বেতন ছিল ৪৮ লক্ষ টাকা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

যাইহোক এমন পরিস্থিতিতে, অঞ্জলি বিশ্বকর্মা অনুভব করেন যে হ্যাঁ, সেও বিভিন্নভাবে মানুষকে সাহায্য করতে পারেন। ব্যস যেমন ভাবা তেমন কাজ।  তারপর থেকে, অঞ্জলি UPSC-এর জন্য প্রস্তুতি শুরু করেন এবং দ্বিতীয় প্রচেষ্টায় সাফল্য পান।

UPSC-এর জন্য সংগ্রাম এবং প্রস্তুতি

এক বন্ধুর সাথে কথা বলার সময়, অঞ্জলি জানতে পারে যে সে তার চাকরি ছেড়ে দিয়েছে এবং UPSC-এর জন্য প্রস্তুতি নিচ্ছে । এটি তাকে ভাবতে বাধ্য করেছিল। সমাজে পরিবর্তন আনার আকাঙ্ক্ষা তাকে চাকরি ছেড়ে দেওয়ার সাহস জুগিয়েছিল। তিনি UPSC-এর জন্য প্রস্তুতি শুরু করেন এবং দ্বিতীয় প্রচেষ্টায় সাফল্য অর্জন করেন।

আরও পড়ুনঃ মিলবে ব্যাঙ্কের মতো সুবিধা, ৩১ মার্চের মধ্যেই বড় কাজ করতে চলেছে EPFO

পরিবার এবং বিবাহের আকর্ষণীয় গল্প

UPSC-এর প্রস্তুতি নেওয়ার সময় উদিত পুষ্করের সাথে অঞ্জলির দেখা হয়। দুজনেই একসাথে পড়াশোনা করেছিল এবং দুজনেই আইপিএস হয়েছিল। যখন তাদের ক্যারিয়ার স্থিতিশীল হয়ে ওঠে, তখন তারা তাদের পরিবারের সাথে বিয়ের বিষয়ে কথা বলে। সবার সম্মতির পর, ২০২৪ সালে দুজনেই বিয়ে করেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥