রেলের নিয়মে পরিবর্তন! মার্চ থেকে ওয়েটিং টিকিটে স্লিপার বা AC কোচে বন্ধ ভ্রমণ? জানুন সবটা

Published on:

railway rule

শ্বেতা মিত্র, কলকাতা: ভারতীয় রেল যাত্রীদের জন্য রইল জরুরি খবর। কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল যে ওয়েটিং টিকিট নিয়ে এসি কোচে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া আরও একগুচ্ছ নিয়ম নাকি ১ মার্চ থেকে লাগু হতে চলেছে। তবে এসব নিয়ে সম্প্রতি মুখ খুলেছে রেল। রেল যা জানিয়েছে তা শুনলে আপনিও আকাশ থেকে পড়বেন। সত্যিই কি ১ মার্চ থেকে ট্রেনের নিয়মে বিরাট বদল ঘটল? জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রেলের নিয়মে বদল?

রেল মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন যে ১ মার্চ, ২০২৫ থেকে রেল ভ্রমণের নিয়মে কোনও পরিবর্তন হবে না। ইতিমধ্যেই যে নিয়মগুলি বলবৎ ছিল তা বহাল থাকবে। যাত্রীদের সুবিধার্থে, রেলওয়ে আবারও এই নিয়মগুলি স্পষ্ট করেছে। সংবাদমাধ্যমকে দেওয়া এক এক বিশেষ আলাপচারিতায় রেল মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন যে ১ মার্চ থেকে রেল ভ্রমণের নিয়মে পরিবর্তন আসতে চলেছে এই খবর বিভ্রান্তিকর। সকল নিয়ম আগের মতোই থাকবে।

তিনি বলেন, শুধুমাত্র কাউন্টার টিকিটধারী যাত্রীরা জেনারেল কোচে ভ্রমণ করতে পারবেন। অনলাইনে ওয়েটিং টিকিটধারী যাত্রীরা সাধারণ কোচে ভ্রমণ করতে পারবেন না। ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে পর্যন্ত কাউন্টার ওয়েটিং টিকিটে টাকা ফেরত নেওয়া যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রিজার্ভেশন সম্পর্কিত নিয়ম

রেলওয়ে যাত্রীরা তাদের যাত্রার ৬০ দিন আগে রিজার্ভেশন করতে পারবেন। এই নিয়মটি গত বছর কার্যকর করা হয়েছিল, যার ফলে নিশ্চিত টিকিট পাওয়া সহজ হয়েছে। আগে, টিকিট বুকিং ১২০ দিন আগে করা হত, কিন্তু প্রায় ২৫% যাত্রী তাদের যাত্রা বাতিল করতেন।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা? আজ কী হলে কোন দলের সঙ্গে সেমিতে খেলবে ভারত জানুন

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, রেলওয়ে কিছু ক্ষেত্রে নমনীয় পদ্ধতি গ্রহণ করে, যদিও এই শিথিলকরণগুলি নিয়মিত নিয়ম নয়। অপেক্ষমাণ টিকিটধারী যাত্রীরা স্লিপার এবং এসি কোচে ভ্রমণ করতে পারবেন না, তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে টিটি তাদের অনুমতি দিতে পারে। যদি একই পিএনআর-এ একাধিক টিকিট থাকে এবং একটি টিকিট নিশ্চিত হয়ে যায়, তাহলে অপেক্ষমাণ টিকিটধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন না। তবে, টিটি সাধারণত একটি নিশ্চিত আসনে সর্বাধিক দুজন অপেক্ষমাণ টিকিটধারীকে বসতে দেয়। এই ধরনের ক্ষেত্রে, রেলওয়েকে অবহিত করা হয় যাতে অপেক্ষমাণ টিকিটধারী যাত্রীদের টাকা ফেরত না দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group