অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা? আজ কী হলে কোন দলের সঙ্গে সেমিতে খেলবে ভারত জানুন

Published on:

Team India can play against Australia in the semi-finals, see the equation

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের মুশকিল আসান করে ফেলেছে ভারত (Team India)। গ্রুপ পর্বের ম্যাচ গুলিতে সাফল্যের পর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাও সেমিতে আসন পাকা করেছে। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে, সেমিফাইনালে কোন দলের বিরুদ্ধে লড়বে, রোহিত শর্মার টিম ইন্ডিয়া? উত্তরটা মিলবে রবিবারের ম্যাচ শেষেই। হ্যাঁ, সেমিতে কোন দলের বিপক্ষে রোহিতদের লড়াই জারি থাকবে তা নির্ভর করছে নিউজিল্যান্ডের জয় অথবা পরাজয়ের ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রবিবারের ম্যাচে জয়ের চেষ্টা থাকবে মেন ইন ব্লু-র

বিগ সানডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের লড়াইটা সেমিফাইনালে জায়গা চূড়ান্ত করার না হলেও সমীকরণ বদলের হতে চলেছে। সূত্র বলছে, ভারত যদি রবিবার কিউইদের পরাস্ত করতে পারে সে ক্ষেত্রে এ গ্রুপের শীর্ষে জায়গা ধরে রাখবে টিম ইন্ডিয়া। আর এই অবস্থানের ওপরই নির্ভর করছে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ।

ফলত, পছন্দকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে আজ অর্থাৎ রবিবার কিউই বাহিনীকে মাঠ ছাড়া করার আপ্রাণ চেষ্টা করবে বিরাটরা। একই সঙ্গে, প্রায় 25 বছর আগেকার পুরনো হিসেবও মিটিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার ছেলেদের। আর এই গন্তব্যকে লক্ষ্য বানিয়ে মর্যাদা রক্ষার লড়াইটা লড়বে ভারত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সেমিফাইনালে কোন দলের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া?

মিনি বিশ্বকাপের সেমিফাইনাল মঞ্চে টিম ইন্ডিয়া ঠিক কোন দলের বিরুদ্ধে খেলবে সেই অঙ্কটা গতকাল পর্যন্ত যথেষ্ট অস্পষ্ট ছিল। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে শনিবার ইংল্যান্ডের পরাজয় সেই সমীকরণ অনেকটাই সহজ করেছে। রিপোর্ট বলছে, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলে এ গ্রুপের শীর্ষে থাকবে ভারত। যার দরুণ নিয়ম অনুযায়ী বি গ্রুপের রানার্স আপ দলের সাথে সেমিফাইনাল খেলবে টিম ইন্ডিয়া।

সে ক্ষেত্রে বলা যেতে পারে বর্তমানে বি গ্রুপের প্রথম স্থানে দক্ষিণ আফ্রিকার থাকাটা নিশ্চিত হয়ে গিয়েছে। একইভাবে বি গ্রুপের দ্বিতীয় স্থানের রয়েছে অস্ট্রেলিয়া। হিসেব বলছে, ভারত যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে যায় সেক্ষেত্রে তাদের সেমিফাইনালের প্রতিপক্ষ হবে বি গ্রুপের চ্যাম্পিয়ন দল অর্থাৎ দক্ষিণ আফ্রিকা। তবে যদি এর উল্টোটা হয় অর্থাৎ ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড পরাজিত হলে সেমিফাইনালের লড়াইটা হবে শক্তিশালী অস্ট্রেলিয়া বনাম ভারতের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে বাড়তি সুবিধা পাবে ভারত?

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার মনে করেন, ভারত যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় সে ক্ষেত্রে সেমিফাইনালে অজিদের ম্যাচে সুবিধা পাবে ভারতীয়রাই। প্রাক্তন ভারতীয় তারকার মতে, অস্ট্রেলিয়ার পেস বোলিং টিম ইন্ডিয়ান নিরিখে বেশ খানিকটা দুর্বল। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে পারলে কিছুটা অতিরিক্ত সুবিধা হবে ভারতের।

অবশ্যই পড়ুন: ঘর মোছার কাপড় দিয়ে মাঠের জল শোকাচ্ছে পিসিবি! ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে সমালোচনা

তাছাড়াও দুটোই শক্তিশালী দল। ব্যাটে-বলে দুই দলের ম্যাচই দুর্ধর্ষ। যদিও ওয়াকিবহাল মহল মনে করছেন, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দুটোই শক্তিশালী দল। তাই নকআউট পর্বে জেতা ছাড়া আর দ্বিতীয় কোনও বিকল্প নেই। ফলত, কোন দলের মুখোমুখি হলে ভারত অতিরিক্ত সুবিধা পাবে তা আগাম বলা যথেষ্ট মুশকিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group