এই মরসুমেই মিটবে প্রতিশোধ! কোন অঙ্কে ফাইনাল খেলবে ভারত, অস্ট্রেলিয়া?

Published on:

How will India and Australia play the Champions Trophy 2025 final?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথমে বাংলাদেশ, শেষে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে রোহিত শর্মার দল। আর এই সাফল্যের পরই চ্যাম্পিয়নস ট্রফির (Champions Trophy 2025) শেষ চারে জায়গা পাকা হয়েছে ভারতের। এহেন আবহে বিরাট মহারণের অপেক্ষায় রয়েছে ক্রিকেট ভক্তরা। রবিবার ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচের পরই অপেক্ষার মূল্যায়ন হবে ভক্তদের। হ্যাঁ, বিগ সানডেতে নিউজিল্যান্ডের বাঁচা মরার ওপর নির্ভর করছে ভারত-অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কোন অঙ্কে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত?

শনিবারের দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের ম্যাচে প্রোটিয়াদের জয় হতেই মিনি বিশ্বকাপের যাত্রা শেষ করেছে আফগানিস্তান। আর এই ঘটনার পরই সেমিফাইনালের জটিল অঙ্কের উত্তর মিলতে শুরু করেছে। যদিও সমীকরণ বদলাবে ভারত বনাম নিউজিল্যান্ডের রবিবারের ম্যাচ শেষে। তবে তার আগে থেকেই ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনালের অপেক্ষায় রয়েছেন ভারতীয় সমর্থকরা। এখন প্রশ্ন, কোন অঙ্কে রোহিতদের প্রতিপক্ষ হবে অজিরা?

গতকালের পর এই সমীকরণ অনেকটাই সহজ হয়েছে। হিসেব বলছে, ভারত যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পরাস্ত করতে পারে সে ক্ষেত্রে বি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনাল খেলতে হবে তাদের। তবে যদি এর উল্টোটা হয় অর্থাৎ নিউজিল্যান্ড যদি ভারতকে হারিয়ে দেয় তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে নামবে রোহিত শর্মারা। হয়তো এই অঘটনই মনে মনে কল্পনা করছেন ভারতের ক্রিকেটপ্রেমী মানুষজন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন বলছি? আসলে ভারত যদি রবিবারের ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে এ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকবে তারা। আর সেই সূত্র ধরেই সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা। এবার আসা যাক আসল অঙ্কে। সেমিফাইনালের আসরে দক্ষিণ আফ্রিকা যদি রোহিতদের অস্ত্রে ঘায়েল হয় সেক্ষেত্রে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল নিশ্চিত হয়ে যাবে।

অন্যদিকে বি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর এই ম্যাচে অস্ট্রেলিয়া যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় সে ক্ষেত্রে তারাও একলাফে ফাইনালে উঠে যাবে। আর এই ঘটনা বাস্তবায়িত হলে চ্যাম্পিয়নস ট্রফির চলতি মরসুমে দুই শক্তিশালী ক্রিকেট দলের সম্মুখ সমর দেখার সৌভাগ্য হবে ব্যাট-বল প্রিয় মানুষজনের। ওয়াকিবহাল মহলের দাবি, মুখে না বললেও অধিকাংশ ভারতীয় সমর্থকই অস্ট্রেলিয়া বনাম ভারতের ফাইনাল ম্যাচ দেখার জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন।

বহু পুরোনো প্রতিশোধ মিটিয়ে নেবে ভারতের?

অজ্ঞ ক্রিকেট প্রেমীদের মনে থাকবে, 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের কথা। সেবার ভারতীয়দের 240 রানের লক্ষ্য তাড়া করে সহজ জয় পেয়েছিল অজিরা। মনে করা হচ্ছে, সেই পুরনো যন্ত্রণা বুকে বেঁধেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে নামবে ভারত।

অবশ্যই পড়ুন: অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা? আজ কী হলে কোন দলের সঙ্গে সেমিতে খেলবে ভারত জানুন

আর এই ম্যাচেই পুরনো বকেয়া অর্থাৎ প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে রোহিত শর্মাদের কাছে। তবে সুযোগ থাকলেও ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচের সম্ভাবনা নির্ভর করছে রবিবারের ম্যাচের ওপর। তবে রবিতে উত্তরে গেলেও সেমি ফাইনালে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলকেই ফাইনালের জন্য শক্তি বাঁচিয়ে রাখতে হবে। তবেই পুরনো হিসেবের খাতা খোলার সুযোগ পাবে ভারত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group