বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে ফাঁপরে পড়েছে বি গ্রুপের দুই দল দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া! গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনালের আসন পাকা করেছে ভারত। একই পথে হেঁটেছে নিউজিল্যান্ডও। এমতাবস্থায়, রবিবার নিয়ম রক্ষার লড়াই লড়বে ভারত ও কিউই বাহিনী। আর এই ম্যাচকে (Hybrid Model) ঘিরেই দোটানায় পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই জয়ী দল।
ভারতের কারণে দোটানায় দুই দল?
আইসিসির অনুমতিতে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলি হাইব্রিড মডেলে খেলছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবিতে সিলমোহর পড়ায় দুবাইতেই লড়তে হচ্ছে রোহিত শর্মাদের। আর এই ঘটনাকে সামনে রেখেই চাপ বেড়েছে বি গ্রুপের দুই দল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার। হ্যাঁ, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দায়িত্ব রক্ষার ম্যাচের ওপর কিছুটা হলেও নির্ভর করছে সেমিফাইনালের সমীকরণ। আর সেই কারণেই তড়িঘড়ি পাকিস্তান থেকে দুবাইয়ে এসে হাজির হয়েছে অস্ট্রেলিয়ানরা।
বিষয়টা খোলসা করে বলতে গেলে, আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানবে ভারতীয় দল। আর এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে ভারতের সেমি ফাইনালের প্রতিপক্ষ। হিসেব বলছে, রবিবার ভারত যদি নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয় সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী বি গ্রুপের শীর্ষ স্থানে থাকা দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে রোহিত শর্মাদের।
তবে যদি এর উল্টো ঘটনা ঘটে অর্থাৎ নিউজিল্যান্ড যদি হেরে যায় সে ক্ষেত্রে এ গ্রুপের শীর্ষে থেকে সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে মেন ইন ব্লু। আর সেই কারণেই রবিবারের ফলাফল নির্ধারণের আগেই দুবাইয়ে এসে হাজির হয়েছে অস্ট্রেলিয়া। একই পথ ধরে শনিবার ইংল্যান্ডকে হারানো দক্ষিণ আফ্রিকাও রবিবার দুবাইয়ের পা রাখবে।
আসলে, ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচের ফলাফলে নজর দিতেই ভাগে ভাগে দুবাইয়ে এসে পৌঁছচ্ছে দুই দল। সেক্ষেত্রে ভারতের জয় অথবা পরাজয়ে যে দলের মুখোমুখি হতে হবে রোহিতদের সেই দল বাদে অন্য দল অর্থাৎ অস্ট্রেলিয়া অথবা দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের সাথে পাকিস্তানে ফিরে যাবে।
বিড়ম্বনার কারণে কাঠগড়ায় ভারতের হাইব্রিড মডেল!
রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার কারণে পাকিস্তানে যেতে অস্বীকার করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই কারণেই BCCI কর্তাদের সিদ্ধান্তে সীলমোহর দিয়ে দুবাইয়ে ভারতের ম্যাচগুলি আয়োজনের নির্দেশ দিয়েছিল আইসিসি। তবে বর্তমানে ভারতের ম্যাচ ঘিরে প্রয়োজনীয় ভিত্তিতে দলগুলির দুবাই ভ্রমণের কারণে টিম ইন্ডিয়ার হাইব্রিড মডেল প্রশ্নের মুখে দাঁড়িয়ে। প্রশ্ন উঠছে, তাহলে কি দলগুলিকে বিড়ম্বনায় ফেলতেই এই হাইব্রিড মডেলের দাবি জানিয়েছিল BCCI?
আইসিসির নির্ধারিত সূচি বলছে, ভারত তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলছে রবিবার অর্থাৎ 2 মার্চ। সেই মতো, প্রথম সেমিফাইনাল 4 মার্চ দুবাইতে অনুষ্ঠিত হবে। পরবর্তী সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। আর এই ঘটনাকে সামনে রেখেই ভারতের হাইব্রিড মডেলকে কাঠগড়ায় তুলেছেন অনেকেই! মনে করা হচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এত অল্প সময়ের মধ্যে বিদেশ ভ্রমণের পাশাপাশি ম্যাচের প্রস্তুতি নেওয়া দলগুলির পক্ষে যথেষ্ট সমস্যার ও উত্তেজনার।
অবশ্যই পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই শামিকে নিয়ে দুঃসংবাদ টিম ইন্ডিয়ায়
তবে চাপের হলেও ভারতের হাইব্রিড মডেলের জন্যই পাকিস্তান থেকে দুবাইয়ে যাতায়াত করতে হচ্ছে দুই চ্যাম্পিয়ন দল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ভারত যদি সেমিফাইনালে জিতে যায় সে ক্ষেত্রে ভারত ও তার প্রতিপক্ষ দলকে নিয়ে 9 মার্চ দুবাইয়ের মাটিতেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। তবে এর উল্টোটা হলে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে জয়ী দল ফিরে যাবে পাকিস্তানে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |