প্রীতি পোদ্দার, কলকাতা: বেজে গেল ইতির ঘণ্টা। বিগত কয়েক মাস ধরে জি বাংলায় চলে আসা সুরেলা সঙ্গীত সফরের গতকালই হল সমাপ্তি। নানা রকমের চমকের ভান্ডার নিয়ে শেষ হয়েছে বাংলার বিখ্যাত বিনোদনের এই শ্রেষ্ঠ মঞ্চ। তবে বিগত কয়েকদিন জি বাংলা সারেগামাপা নিয়ে বেশ হুলুস্থুল কাণ্ড ঘটে গিয়েছিল চারদিকে। কারণ এই প্রথম সেমি ফাইনাল এপিসোড সম্প্রচার হতে না হতেই, বিজেতার নাম প্রকাশ্যে চলে এসেছিল। আর এই জানা অজানার মাঝেই সমস্ত বিতর্কের ভিড়ে অবশেষে হাসি মজা এবং আনন্দের সঙ্গে শেষ হল সারেগামাপা – র চলতি সিজন (Saregamapa 2024-25)।
এবারের ফাইনালে প্রথমে ঠিক হয়েছিল ৬জন প্রতিযোগী আসবে। বড়দের মধ্যে থেকে ৩জন,আর ছোটদের মধ্যে থেকে ৩জন। যদিও পরে, সেটা বিচরকরা সহমত অনুসারে ১০ জন করে দেওয়া হয়। যেখানে ফাইনালে মুখোমুখি হবেন খুদেদের মধ্যে অতনু, ঐশি, সৃজিতা, অনীক। আর বড়দের থেকে নেওয়া হল ময়ূরী, দেয়াশিনী, সত্যজিৎ, আরাত্রিকা, সাঁই ও আরিয়ান। শেষে সেই প্রতিযোগিতায় এবার যুগ্ম বিজয়ী হিসেবে উঠে এল দেয়াশিনী এবং অতনু। মন্ত্রমুগ্ধ গানে রীতিমত অবাক করে দিয়েছিল বিচারক সহ সকলকে। কিন্তু জানেন কি আরাত্রিকা, সাঁই, অনীক, সৃজিতারা কে কোন পদ পেলেন? চলুন এক নজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
কে কোন স্থান দখল করল প্রতিযোগিতায়?
সারেগামাপা র ফাইনাল অনুষ্ঠান মারফৎ জানা গিয়েছে যে বড়দের মধ্যে প্রথম হয়েছেন দেয়াশিনী। এরপর দ্বিতীয় স্থানে আছেন দুজন প্রতিযোগী। তারা হলেন ময়ূরী এবং সাঁই। তৃতীয় স্থান অধিকার করেছেন সত্যজিৎ। কিন্তু দুঃখের বিষয় হল আরিয়ান কোনও স্থান পাননি। তবে অন্যদিকে আরাত্রিকা পেয়েছে একটি বিশেষ সম্মান, কালিকাপ্রসাদ অ্যাওয়ার্ড। অন্যদিকে ছোটদের মধ্যে প্রথম হয়েছে অতনু। দ্বিতীয় স্থানে আছে ঐশী। তৃতীয় স্থানে অনীক এবং সৃজিতা চতুর্থ হয়েছে। তিন ফার্স্ট রানার আপ অর্থ ময়ূরী, সাঁই এবং ঐশী পুরস্কার স্বরূপ পেয়েছে Anmol এর তরফ থেকে ২ লাখ টাকা, আদি ঢাকেশ্বরীর তরফে ১ লাখ, শালিমারের তরফে ১ লাখ টাকা এবং গিফট হ্যাম্পার, এবং খুকুমণি আলতা সিঁদুরের তরফে আরও ১ লাখ টাকা পেয়েছেন। এমনকি গ্ল্যামার সবাইকে দেবে ১০ হাজার টাকা।
বিজয়ীদের ঝুলিতে কী কী উপহার এল?
এছাড়াও যাঁরা সেকেন্ড রানার আপ হয়েছেন অর্থাৎ সত্যজিৎ এবং অনীক তাঁরা পেলেন আনমোলের তরফে ১ লাখ, শালিমারের তরফে ১ লাখ টাকা এবং গিফট হ্যাম্পার। গ্ল্যামারের তরফে তাঁরাও ১০ হাজার টাকা করে পেলেন। আর বাকি ফাইনালিস্টরা পাবেন গ্ল্যামারের তরফে ৫ হাজার টাকা। অন্যদিকে যুগ্ম বিজয়ীদের জন্য পুরস্কারের ভাণ্ডার উঠে এসেছে। এদিন সানরাইজের তরফে দেয়াশিনী পেলেন পাঁচ লাখ টাকার চেক এবং অতনু পেল দুই লাখ টাকা। শ্যাম স্টিলের তরফে ৫ লাখ, বার্জারের তরফে বাড়ি রং করার সুযোগ সহ পিসি চন্দ্র জুয়েলার্সের সোনার গয়না এবং গ্যাসোফাস্টের তরফে ৫ লাখ টাকা।
আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে নামার আগেই বড় ঝটকা খেল অস্ট্রেলিয়া! বাদ তারকা প্লেয়ার
শুরু হতে চলেছে ড্যান্স বাংলা ড্যান্স
এছাড়াও আনমোল মারির তরফে আরও ৩ লাখ, শালিমারের তরফে ২ লাখ, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফে ১.৫ লাখ, খুকুমণি আলতা সিঁদুরের তরফে ২ লাখ, মুখরোচকের তরফে ৩ লাখ এবং গিফট হ্যাম্পার পেলেন দুজনেই যা ভাগ করে নেবেন। গ্ল্যামারের তরফে দুজনে ২০ হাজার টাকা করে পেলেন দুই যুগ্ম বিজয়ী। এছাড়া খুদে বিজয়ী অতনু আশীর্বাদের তরফে ১.৫ লাখ টাকা পেলেন। শুধু প্রতিযোগী নয় এবার সানলাইট টিম অফ দ্য সিজন হয়েছে জাভেদ আলি এবং জোজো মুখোপাধ্যায়ের টিম। আর এই আবহে আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে নতুন রিয়ালিটি শো ড্যান্স বাংলা ড্যান্স। বিচারকের আসনে থাকবেন কৌশানি মুখোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত। এছাড়াও প্রতি বারের মত এবারেও মিঠুন চক্রবর্তী থাকবেন মহাগুরু হিসেবে। অঙ্কুশ হাজরা সঞ্চালনার দায়িত্ব সামলাবেন। আগামী ৮ মার্চ থেকে শুরু হবে সেই শো।
রাজ্য রাজনীতি, বিনোদন এবং খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।