কপাল পুড়লো রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের! মিলবে না কোনও পেনশন, নির্দেশ হাইকোর্টের

Published on:

Calcutta High Court orders that pension will not be given to contractual municipal employees of WB

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাম আমলে নিযুক্ত পৌরসভা কর্মীদের ওপর ক্ষুব্ধ হাইকোর্ট (Calcutta High Court)! পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভায় সিপিআইএমের শাসনকালে চুক্তির ভিত্তিতে চাকরি পাওয়া কর্মীদের অবসরকালীন পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধাতে দাড়ি টানল উচ্চ আদালত। সূত্রের খবর, রাজ্যের যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা বর্তমানে পৌরসভায় কর্মরত তাদের পেনশনসহ অন্যান্য আর্থিক সুবিধা দিতে ‘না’ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গেল বেঞ্চ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আদালতের পর্যবেক্ষণ..

মূলত বাম জামানায় রাজ্যের বিভিন্ন পৌরসভা গুলিতে চুক্তির ভিত্তিতে চাকরি পাওয়া কর্মীদের নিয়ে এক প্রকার বেসুরো হয়েছে কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, উচ্চ আদালতের বিচারপতি কৌশিক চন্দের বিশেষ পর্যবেক্ষণ, রাজ্য সরকারের অনুমোদন ছাড়া শুধুমাত্র পুর বোর্ডের অনুমতিতে বাম আমলে যাদের নিয়োগ হয়েছে তাদের কেউই সরকারের তরফে কোনও রকম আর্থিক সাহায্য পাওয়ার যোগ্যই নন।

বিচারপতির বক্তব্য, 36 বছরের বাম জমানায় যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা কাজে যোগ দিয়েছিলেন তাঁদের কেউই সরকারের তরফে পাওয়া অর্থ সাহায্যের যোগ্য নন। জানা গিয়েছে, সিপিআইএম আমলে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সরকারের অনুমতি না মিললেও শুধুমাত্র পুর বোর্ডের অনুমতি নিয়েই নিয়োগ করা হয়েছিল একাধিক চুক্তিভিত্তিক কর্মীকে। সেই সময় পৌরসভার ফান্ড থেকেই বেতন দেওয়া হতো তাদের। যদিও পুর আইন অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে রাজ্যের অনুমতি বাধ্যতামূলক। তবে তা শুরুর দিকে মানা হয়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন আচমকা এমন সিদ্ধান্ত জানালো আদালত?

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, রায়গঞ্জ পৌরসভার একটি প্রাথমিক স্কুলে চুক্তির ভিত্তিতে কাজ করতেন এক ব্যক্তি। তাঁর মৃত্যুর পরই অবসরকালীন পেনশন ও ভাতা বাবদ অন্যান্য আর্থিক সাহায্যের দাবিতে আদালতের দারস্ত হয়েছিলেন ওই ব্যক্তির স্ত্রী। আর সেই মামলা খারিজ করেই রাজ্যের সকল চুক্তিভিত্তিক পৌরসভা কর্মীদের নিয়ে বড়সড় নির্দেশ দিল আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, পৌরসভায় চুক্তির ভিত্তিতে নিয়োগের আগে রাজ্যের অনুমোদন নেওয়া হয়নি। আর সেই কারণেই পুর আইন মোতাবেক রাজ্যের অনুমতি ছাড়া নিয়োগ হওয়ায় ওই ব্যক্তি আর্থিক সাহায্য পাবেন না।

অবশ্যই পড়ুন: কল্যাণী AIIMS-এ প্রচুর শূন্যপদে নিয়োগ, বাংলার যেকোনো জেলা থেকে আবেদন করুন

রক্ষাকবচ পাচ্ছেন তৃণমূল জামানার কর্মীরা?

মৃত পৌরসভাকর্মীর স্ত্রীর মামলার ভিত্তিতে পৌরসভার আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় ও অর্ক নাগ জানিয়েছেন, 2011 সালের পর যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা পৌরসভার কাজে নিযুক্ত হয়েছেন তাদের সকলকেই রক্ষাকবচ দেওয়া হবে। এক কথায়, তৃণমূল কংগ্রেস জামানা শুরু হতেই চুক্তির ভিত্তিতে চাকরি পাওয়া কর্মীরা রাজ্য সরকারের অনুমোদনপ্রাপ্ত। আর সেই কারণেই শাসকদলের আমলে চাকরিতে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সরকারের তরফে অর্থ সাহায্যের মতো সুবিধার রাস্তা আপাতত বন্ধ হচ্ছে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group