বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফির মাঝেই IPL নিয়ে কড়া নির্দেশিকা দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, আসন্ন মার্চের IPL মরসুমের(IPL 2025) আগে দলগুলির অনুশীলনের ওপর বিশেষ নিয়মাবলী জারি করেছে BCCI। জানা যাচ্ছে, আগের সমস্ত নিয়ম বদলে এবারের মরসুমে সর্বাধিক 7টি প্রশিক্ষণ সেশন করতে পারবে দলগুলি।
সেই সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আসরের জন্য প্রস্তুতি বা ওয়ার্ম আপ গেম বা সেন্টার উইকেট প্রশিক্ষণ সেশন করার অনুমতি থাকবে মাত্র দুটি। সূত্র বলছে, সদ্য IPL ফ্রাইঞ্চাইজি গুলিকে একটি নোট পাঠিয়ে নতুন নিয়মাবলী সম্পর্কে সচেতন করেছে বোর্ড।
নোটে ঠিক কী কী উল্লেখ করেছে BCCI?
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে IPL ফ্রাঞ্চাইজি গুলিকে পাঠানো নোটে বলা হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচের আগে স্টেডিয়ামের সাথে চুক্তির ভিত্তিতে দলগুলির জন্য সর্বাধিক 7টি প্রশিক্ষণ সেশন আয়োজন করা যাবে। বোর্ডের তরফে চিঠি দিয়ে বলা হয়েছে, সর্বোচ্চ 7টি প্রশিক্ষণ পর্ব আয়োজন করার পাশাপাশি প্রতিটি অনুশীলন পর্ব 3 ঘন্টার বেশি হলে চলবে না।
বোর্ড জানিয়েছে, 7টি প্রশিক্ষণ পর্বের মধ্যে যেকোনও দুটি সেশন হতে পারে প্রশিক্ষণ ম্যাচ বা ওপেন নেটস। জানানো হয়েছে, এই দুই প্রশিক্ষণ ম্যাচ দলগুলি তাদের নিজেদের ইচ্ছার ওপর ভিত্তি করে আয়োজন করতে পারে। তবে সেক্ষেত্রে প্রতিটি সেশন ফ্লাডলাইটের নিচে আয়োজিত হবে। সেই সাথে প্রশিক্ষণ ম্যাচের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা থাকবে সাড়ে তিন ঘণ্টা। একই সাথে প্রশিক্ষণ ম্যাচ আয়োজিত হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী।
একই মাঠে প্রশিক্ষণের ক্ষেত্রে নতুন সমাধান
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে যদি দুটি দল একসাথে একই মাঠে প্রশিক্ষণ নিতে চায় সেক্ষেত্রে দলের ম্যানেজারদের মধ্যে পারস্পরিক সমঝোতা বা আপোসের বিনিময়ে ম্যাচ প্রশিক্ষণের সময় ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দেওয়া হবে। তবে দল গুলি যদি সেই প্রস্তাবে রাজি না হয় সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড দলগুলিকে প্রশিক্ষণের সময় নির্ধারণ করে দেবে।
রেঞ্জ হিটিংয়ে অনুমতি
বেশ কিছু সূত্র মারফত খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে IPL দলগুলিকে তাদের প্রশিক্ষণের সময় রেঞ্জ হিটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। বোর্ড জানিয়েছে, প্রতিটি দলের জন্য মাঠের এক প্রান্তে উইকেট প্রস্তুত করা থাকবে। ব্যবহার করা যাবে? হ্যাঁ, সেই উইকেট ব্যবহার করতে পারবে দলগুলি। এমনকি বোলিং রান থ্রু, রান আপ অথবা রেঞ্জ হিটিংয়ের জন্যও ব্যবহার করা যাবে উইকেট। তবে সেক্ষেত্রে দলগুলিকে বিশেষ শর্ত দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বলা হয়েছে, প্রশিক্ষণ চলাকালীন স্টেডিয়ামে বাইরের কোনও দর্শক কিংবা স্টাফ থাকলে চলবে না। এক কথায় দলের প্রশিক্ষণ হবে রুদ্ধদ্বার ময়দানে (আড়ালে)।
অবশ্যই পড়ুন: হতে চেয়েছিলেন পরিচালক, দুটো ওয়ানডে খেলা বরুণের সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন!
BCCI-র কড়া নির্দেশ
বোর্ডের তরফে জানানো হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুম চলাকালীন দলগুলি কোনও ওপেন নেটস করার অনুমতি পাবে না। যদি কোনও দল তাদের প্রশিক্ষণ আগেই শেষ করে সেক্ষেত্রে অন্য কোনও দল সেই উইকেট ব্যবহার করতে পারবে না। পাশাপাশি ম্যাচ ডে তে কোনও রকম প্রশিক্ষণ সেশন আয়োজন করা যাবে না। এছাড়াও বোর্ড বলেছে, প্রতিটি দল শুধুমাত্র দুটি নেট এবং মূল উইকেটের এক সাইড উইকেট ব্যবহার করতে পারবে। জানা যাচ্ছে, আসন্ন IPL মরসুমের ম্যাচগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দলগুলিকে এই বিশেষ নির্দেশিকা দিয়েছে BCCI।