প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী বারাসত পুরসভা এলাকায় অতিরিক্ত জঞ্জাল থাকার কারণে এবং নিয়মিত পরিষ্কার না করার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তবে শুধু বারাসত নয়, কলকাতা-সহ একাধিক পুরসভা এলাকাতেও নিয়মিত সাফাই না হওয়ার অভিযোগ উঠেছিল। আর একের পর এক এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই বিভিন্ন পুরসভা এলাকায় জঞ্জাল ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী। তাতেই এবার বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।
বড় নির্দেশ মমতার
প্রত্যেকটি পুরসভা এলাকায় জঞ্জাল আবর্জনা সাধারণ মানুষের কাছে এক জটিল সমস্যা। দীর্ঘ দিন ধরেই এই জঞ্জাল ব্যবস্থাপনা নিয়ে বিস্তর অভিযোগ উঠে আসছে। অনেক জায়গায় নিয়মিত আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না, এমনকি রাস্তাঘাটে ময়লা জমে থাকছে, ফলে নাগরিকেরা ভোগান্তির শিকার হতে হচ্ছে বারংবার। শুধু তাই নয় পাশাপাশি কঠিন বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করার যে আধুনিক ব্যবস্থা চালু করা হয়েছিল সেটিও এখন কার্যকর করতে সম্পূর্ণ ব্যর্থ পুরসভা। তাই এবার এই সমস্যা নির্মূল করতে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
দায়িত্ব নেবে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর
গতকাল অর্থাৎ সোমবার শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা এলাকার জঞ্জাল সাফাই নিয়ে ক্ষুব্ধতা প্রকাশ করেন। তাই এবার পুর এলাকায় জঞ্জাল সাফাইয়ের জন্য সরাসরি পুর ও নগরোন্নয়ন দফতরকে গোটা দায়িত্ব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় আবর্জনা জমা হচ্ছে, সেই আবর্জনা কীভাবে নিয়মিত পরিস্কার করা যায় তার সব দায়িত্ব নেবে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর। আর এই নির্দেশ পাওয়ার পরই বড় পদক্ষেপ শুরু করেছে পুর এবং নগরোন্নয়ন দফতর। এর ফলে শহরের যেমন একদিকে সৌন্দর্যায়ন বাড়বে, তেমনিই কঠিন বর্জ্য পুনর্ব্যবহারের প্রক্রিয়াতেও গতি পাবে।
আরও পড়ুনঃ পাত্তা পাবেনা কুতুব মিনারও, হাওড়ায় তৈরি হচ্ছে সুবিশাল টাওয়ার! কোন জায়গায়?
তবে এই উদ্যোগকে সুনজরে দেখছে না বিরোধী দলগুলো। কারণ বছর পর হতেই শুরু হবে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে যাতে শহুরে ভোটারদের আস্থা পুনরুদ্ধার করা যায় বিশেষ করে শহরের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির ভোটারদের মধ্যে যদি এই আকাঙ্ক্ষা গড়ে তোলা যায় তাহলে তৃণমুলের বাক্সে ভোটের পরিমাণও বাড়বে। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, যেটাই যাই হোক না কেন তাতে আখেরে লাভ হবে সাধারণ মানুষের।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |