‘কথা রাখেনি সরকার’, ক্ষোভ উগরে দিয়ে দেউচায় কয়লা খনির কাজ বন্ধ করালেন স্থানীয়রা

Published on:

Deucha Pachami Coal Mine

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের দেউচা-পাচামিতে (Deucha Pachami Coal Mine) খনন কাজ নিয়ে বিক্ষোভ শুরু হল স্থানীয় বাসিন্দাদের। গত ৫ ফেব্রুয়ারি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো দেউচা-পাচামিতে খনন কাজ শুরুর উদ্যোগ নিয়েছিল প্রশাসন ৷ তার আগে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন প্রশাসনিক আধিকারিকরা ৷ এদিন বিক্ষুব্ধ গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করলেও তা সফল হয়নি ৷ শেষে দেউচা-পাচামিতে খনন কাজ বন্ধ করে দিতে হয়৷ বিক্ষোভকারীদের একটাই দাবি যে তারা কিছুতেই তাঁদের জমি ছাড়বে না।

খনিতে মজুত ১২৪০ মিলিয়ন টন কয়লা

সূত্রের খবর, দেউচা-পাচামিতে খনন কাজ প্রকল্পের জন্য ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ৷ ওই এলাকায় ৩৪০০ একর জমিজুড়ে শুধুমাত্র কয়লা মজুত করা রয়েছে ৷ এদিকে ওই এলাকায় কমপক্ষে ২০ টি গ্রাম আছে যেখানে বসবাস করে প্রায় ২১ হাজার মানুষ। জানা গিয়েছে এশিয়ার সর্ববৃহৎ এই কয়লা খনিতে ১২৪০ মিলিয়ন টন কয়লা মজুত করা রয়েছে ৷ এবং কয়লার উপরের স্তরে ৬৭৫ মিলিয়ন টন ব্যাসল্ট শিলার স্তর রয়েছে। কিন্তু সমস্যা একটাই এই এলাকার কোনো মানুষ নিজের এলাকা ছাড়তে একদমই রাজি নন ৷ বরং জেলাশাসক-সহ প্রশাসনিক কর্তারা এলাকায় পৌঁছতেই শুরু হয় চরম বিক্ষোভ৷

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে উঠল প্রশাসনের বিরুদ্ধে

দেউচা পচামিতে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে জমিদাতাদের সরকারি চাকরি, আর্থিক প্যাকেজ-সহ একাধিক ক্ষতিপূরণ দেওয়া হবে। অর্থাৎ জমি বিক্রি করলেও তাঁদের কোনো রকম অসুবিধায় পড়তে দেবে না রাজ্য সরকার। কিন্তু এবার সেই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে উঠল বিক্ষোভকারী মহিলাদের তরফে। তাঁরা বলেন, “আমরা খনি চাই না৷ আমরা জমি দেব না৷ প্রতিশ্রুতি মত সরকার কিছুই করেনি ৷ আজ আমাদের কাছ থেকে জমি নিয়ে নেবে, পরবর্তীতে আমাদের ছেলেদের ভবিষ্যৎ কী হবে? তাই আমরা জমি ছাড়ব না।”

আরও পড়ুনঃ শিউরে বিধানসভার ভোট, তার আগেই ৫০ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, দেউচা-পাচামিতে খনন কাজ প্রকল্পে প্রশাসনের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের জট কিছুতেই ছাড়ছে না। আলোচনা বোঝাপড়ার মাধ্যমে ঝামেলা প্রথমদিকে কিছুটা নিয়ন্ত্রণে আনা থাকলেও পরে বেড়েই চলেছে বিক্ষোভকারীদের অভিযোগ। এবার বিক্ষোভকারীদের চাপের মুখে পিছু হটলেন প্রশাসনিক কর্তারা ৷ এমনকি আদিবাসী মহিলারা একত্রিত হয়ে খনিতে নেমে কাজ বন্ধ করে খনন কাজ চালিয়ে যাওয়া জেসিবি, পে লোডারগুলি খনি থেকে তুলে দেওয়া হয় ৷

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥