বিক্রয় ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের আশা শেষ করে এবার AFC চ্যালেঞ্জ লিগে তুর্কমেনিস্তানের দল আর্কাদাগের বিরুদ্ধে ঘরের মাঠে আক্রমণ শানাবে লাল হলুদের ছেলেরা (East Bengal)। বুধবার যুবভারতীর মাঠে গড়াবে ইস্টবেঙ্গলের এই হাই ভোল্টেজ ম্যাচ। কাজেই চলতি ISL-এ কার্যত ব্যর্থ হয়ে এবার চ্যালেঞ্জ লিগে কিছু করে দেখানোর খিদে নিয়ে মাঠে নামতে চলেছে মশাল বাহিনী। এমতবস্থায়, ইস্টবেঙ্গল সমর্থকদের মনে একটাই প্রশ্ন, কীভাবে ঘরে বসেই বুধবার ইস্টবেঙ্গল বনাম আর্কাদাগের ম্যাচ উপভোগ করা যাবে? উত্তর রইল প্রতিবেদনেই।
কীভাবে দেখা যাবে ইস্টবেঙ্গলের ম্যাচ? East Bengal vs FC Arkadag Live Streaming
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার যুবভারতীর মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ইস্টবেঙ্গল বনাম অর্কাদাগের ম্যাচ কোনও ভাবেই সম্পূর্ণ বিনামূল্যে দেখা সম্ভব নয়। বুধবার কাজের ঝামেলা মিটিয়ে কিংবা কাজের ফাঁকে নিজের প্রিয় দলের ম্যাচ দেখতে হলে নিজের স্মার্টফোন অথবা ল্যাপটপে ডাউনলোড করে নিন FANCODE অ্যাপ।
এই অ্যাপেই দেখা যাচ্ছে চলতি AFC চ্যালেঞ্জ লিগের ম্যাচগুলি। সেই সাথে AFC চ্যাম্পিয়নস লিগ 2 ম্যাচও উপভোগ করা যাবে একই অ্যাপে। তবে এই অ্যাপে AFC লিগের ম্যাচগুলি উপভোগ করতে পকেটের কড়ি খসাতে হবে দর্শকদের। সেক্ষেত্রে FANCODE-এর সাবস্ক্রিপশন নেওয়া বাধ্যতামূলক।
ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে কত খরচ?
বেশকিছু রিপোর্ট অনুযায়ী, গ্রাহকরা যদি FANCODE অ্যাপে গোটা মাসের সাবস্ক্রিপশন নেন সেক্ষেত্রে খরচ হবে 199 টাকা। তবে মেয়াদ যদি এক বছরের জন্য হয় সেক্ষেত্রে গুনতে হবে 1499 টাকা। তবে আপনি চাইলে শুধুমাত্র নির্দিষ্ট ম্যাচের জন্য খরচ করতেই পারেন। আর সেই সূত্র ধরেই, ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে খরচ পড়বে মাত্র 25 টাকা। সে ক্ষেত্রে নির্দিষ্ট ম্যাচের জন্য পাস নিতে হবে।
ইস্টবেঙ্গলকে শিক্ষা দিতে চলেছে দীর্ঘ অনুশীলন
বেশ কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বুধবার ইস্টবেঙ্গলের ঘরের মাঠে অস্কারের দলকে হারাতে একপ্রকার প্রস্তুত আর্কাদাগ। সূত্র বলছে, মাঠের দুই প্রান্ত থেকে জোরালো আক্রমণ করে লাল হলুদদের নাস্তানাবুদ করতে শেষের 10 দিন দুবাইয়ে জোরালো অনুশীলন করেছে তুর্কমেনিস্তানের এই ক্লাব।
আরও পড়ুনঃ ফের সোনার দামে রেকর্ড বৃদ্ধি, একলাফে বাড়ল রুপোর দরও! জানুন আজকের রেট
শোনা যাচ্ছে, দলের ছেলেদের জোরালো আক্রমণ বিশেষত দিদার দুর্দিয়েভ নামক গোল মেশিনকে ইস্টবেঙ্গলের বিপক্ষে খুব ভালভাবে কাজে লাগাবে আর্কাদাগ। মনে করা হচ্ছে, দলের হয়ে 49টি গোল করা এই খেলোয়াড় লাল হলুদের ঘরের মাঠেই নিজের জাত চেনাবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |