সৌভিক মুখার্জী, কলকাতাঃ কয়েকদিন টানা মূল্য পতনের পর আবার বাড়লো হলুদ ধাতুর দাম (Gold Price)। তাও নাকি একধাক্কায় ৭০০ টাকা। বিয়ের মরসুম এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মাঝেই এই দামের পরিবর্তন। আজ ৫ই মার্চ, ২০২৫, বুধবার। সোনার বাজারে বড়সড় পরিবর্তন দেখা গেছে। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম আজ বেড়েছে ৭০০ টাকা। হ্যাঁ ঠিকই শুনছেন। দেশের বড় বড় শহরগুলিতে আজ ২৪ ক্যারেট সোনা ৮৭,২০০/- টাকার আশেপাশে বিকোচ্ছে। শুধু তাই নয়, আজ ২২ ক্যারেট সোনা ৮০,১০০/- টাকার উপরে বিক্রি হচ্ছে। অন্যদিকে রুপোর দাম আজ কিছুটা কমেছে। চলুন দেখে নেওয়া যাক, আজকের বাজার দর হিসেবে ভারতের বড় বড় শহরগুলিতে সোনার বাজার মূল্য।
কেন বাড়ল সোনার দাম?
টানা ৪-৫ দিন মূল্য পতন হচ্ছিল হলুদ ধাতুর। কিন্তু আজ কিছুটা ভিন্নতা দেখা গেল। আজ এক ধাক্কায় ৭০০ টাকা বাড়লো সোনার দাম। বিশ্ব বাজারের অর্থনৈতিক অস্থিরতা এবং বাণিজ্য সংক্রান্ত টানাপোড়নের কারণেই হয়তো সোনার এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে কানাডা, মেক্সিকো এবং চীনের উপর শুল্ক আরোপের ঘোষণা করেছেন। এতে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে এবং তারা নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে সোনার দিকে পা বাড়াচ্ছেন। পাশাপাশি মার্কিন ডলারের উপর বাণিজ্য উত্তেজনার চাপে পড়ে বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকছেন। এর ফলেই বাড়ছে সোনার দাম।
এখানেই শেষ নয়, মার্কিন ফেডারেল রিজার্ভের আসন্ন সুদ হ্রাসের সম্ভাবনা সোনার দামের উপর প্রভাব ফেলছে। সূত্র বলছে, আমেরিকায় বেকারত্বের হার বাড়ছে। গ্রাহক ব্যয় হ্রাস পাচ্ছে। আবাসন খাতেও মন্দা দেখা যাচ্ছে। আর এই সমস্ত কারণেই ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে ডলারের মূল্য হ্রাস পেতে পারে। ফলে বিনিয়োগকারীদের আকর্ষণ সোনার থেকে আরও বাড়ছে। এই সমস্ত কারণেই ঊর্ধ্বগতি হচ্ছে হলুদ ধাতুর মূল্যে।
আর সোনার বাজার দর | Gold Price Today |
দেশের প্রধান প্রধান শহরগুলিতে যদি আজ সোনার মূল্য খতিয়ে দেখি, তাহলে দেখতে পাবো আজ কলকাতা, মুম্বাই, চেন্নাইয়ের মত বড় বড় শহরগুলিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮০,১১০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৭,৩৯০/- টাকায়। তবে রাজধানীতে সোনার দাম এই শহরগুলির তুলনায় আরও বেশি। কারণ দিল্লীতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮০,২৬০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৭,৫৪০/- টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
সোনার দামের ঊর্ধ্বগতি হলেও রুপো গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তি মিলেছে। গতকালের তুলনায় আজ রুপোর দাম সামান্য কমেছে। আজ ৫ই মার্চ, ২০২৫-এ এক কেজি রুপোর বাজার মূল্য ৯৬,৮০০/- টাকা। যেখানে গতকাল দাম ছিল ৯৮,৯০০/- টাকা। তাই যারা রুপো কিনতে চান তাদের জন্য হতে পারে এটি আদর্শ সময়।
কীভাবে নির্ধারিত হয় সোনার দাম?
সোনার মূল্য নির্ভর করে মূলত আন্তর্জাতিক বাজারের পরিবর্তন, সরকারি ট্যাক্স ও ভারতীয় মুদ্রার মূল্যের ওঠানামার উপর। ভারতীয় সংস্কৃতিতে সোনা শুধু একটি বিনিয়োগের মাধ্যম নয়, এটি বিবাহ, উৎসব এবং ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। উৎসবের সময় এবং বিয়ের লগ্নে সোনার চাহিদা আকাশছোঁয়া থাকে। আর এই সমস্ত কারণেই সোনার দাম বাড়ে।
আরও পড়ুনঃ সবচেয়ে উষ্ণতম বছর হবে ২০২৫! অত্যাধিক তাপবৃদ্ধিতে জ্বলেপুড়ে খাক হয়ে যাবে গোটা বিশ্ব
বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছে, বাজারে অনিশ্চয়তা থাকলে সোনার দাম আরও বাড়তে পারে। তাই যারা সোনা কেনার পরিকল্পনা করছেন তারা আগেভাগেই সিদ্ধান্ত নিন। কারণ ভবিষ্যতে সোনার দামের ঊর্ধ্বগতি পকেটে আরও চাপ ফেলতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |