টুকলি তল্লাশির জের! মালদায় শিক্ষকদের বেধড়ক পেটাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা

Published on:

Higher Secondary exam candidates in Malda beat up teachers over search

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে টুকলি তল্লাশিকে কেন্দ্র করে ধন্দুমার মালদায় (Malda)। সূত্রের খবর, পরীক্ষা শুরু হওয়ার আগে ছাত্রদের কাছে নকল আছে কিনা তা তল্লাশি করে দেখছিলেন শিক্ষকরা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই চোটে যান বেশ কয়েকজন ছাত্র। ক্রোধের বশে শিক্ষকদের বেধড়ক মারধর করতে শুরু করেন তারা। ঘটনাস্থল, মালদার বৈষ্ণবনগরের চামাগ্রাম হাইস্কুল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দায়িত্ব রক্ষা করতে গিয়ে ছাত্রদের হাতে পিটুনি খেলেন শিক্ষকরা

বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা ছিল। স্বভাবতই বাড়তি সতর্কতা অবলম্বন করে পরীক্ষার্থীদের বেঞ্চে বসাচ্ছিলেন শিক্ষকরা। এহেন আবহে পরীক্ষা শুরুর আগে চামাগ্রাম হাই স্কুলের মেন গেটের সামনে পরীক্ষার্থীদের কাছে কোনও রকম নকল বা টুকলি আছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি চালাচ্ছিলেন বেশ কয়েকজন শিক্ষক।

এমন সময়ে তল্লাশি প্রক্রিয়ার ঘোর বিরোধিতা করে ছাত্ররা। তবে ছাত্রদের কথা আমলে না নিয়ে শিক্ষার্থীদের ব্যাগ থেকে শুরু করে প্যান্টের পকেটসহ অন্যান্য জায়গায় তল্লাশি চালাচ্ছিলেন চামাগ্রাম হাই স্কুলের শিক্ষকরা। আর তাতেই ঘটে বিপত্তি। একযোগে ছাত্ররা জানায়, ব্যাগ কিংবা পেন্সিল বক্স ঠিক আছে কিন্তু জামা প্যান্ট কেন?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন জামা প্যান্টে হাত ঢুকিয়ে এমন ভাবে তল্লাশি নেওয়া হচ্ছে? এদিকে শিক্ষক মহলের দাবি, মেটাল ডিটেক্টর হাতে দেখেই আচমকা বেঁকে বসে ছাত্ররা। জানা যায়, শিক্ষকদের তল্লাশিতে বাধা দিলে তা মানেননি তারা। এরপরই তল্লাশি অভিযান চালানো শিক্ষকদের ওপর চড়াও হয় বেশ কয়েকজন ছাত্র। দুই পক্ষের হাতাহাতিতে ধন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয় চামাগ্রাম স্কুল চত্বরে। সূত্রের খবর, দ্বিপাক্ষিক সংঘর্ষে আহত হয়েছেন কর্তব্যরত 6 শিক্ষক।

অবশ্যই পড়ুন: ১৫০ টাকাই ফিরিয়ে দিল ভাগ্য, লটারি কেটে রাতারাতি কোটিপতি পুরুলিয়ার পার্থজিৎ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ

শিক্ষক ও ছাত্রদের দ্বিপাক্ষিক সংঘর্ষে মালদার চামাগ্রাম স্কুল চত্বরে ভয়ানক পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে ছুটে আসে বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রনে আসে গোটা পরিস্থিতি। খোঁজ নিয়ে জানা গেল, শিক্ষক ও ছাত্রদের ভয়াবহ সংঘর্ষ থামিয়ে ওই স্কুল চত্বরে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়ন করা হয়। পরবর্তীতে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই এমন পদক্ষেপ নিয়েছিল বৈষ্ণবনগর থানার পুলিশ। জানা যাচ্ছে, পরে নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group