বিক্রম ব্যানার্জী, কলকাতা: গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে পরাস্ত হয়েও সেমি ফাইনালে(CT 2025) প্রোটিয়া বধ করেছে নিউজিল্যান্ড। বুধবার লাহোরের মাটিতে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল কিউই ব্রিগেড। তবে শেষ পর্যন্ত লক্ষ্য ছোঁয়ার আগেই পূর্ণ 50 ওভারে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তাও আবার 9 উইকেট হারিয়ে।
আর এই পরাজয়ের পরই আন্তর্জাতিক ক্রিকেটে চোকার্স তকমা অক্ষুণ্ন থাকলো টেম্বা বাভুমাদের। তবে কিউই বাহিনীর কাছে নাকানি চোবানি খেয়ে শুধুই চোকার্স উপাধি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। মিনি বিশ্বকাপের সেমিফাইনালে পা ফসকাতেই প্রোটিয়াদের নিয়ে শুরু হয়েছে নানান মিমের ফোয়ারা।
দুই তারকার সেঞ্চুরিতেই জিতে যায় নিউজিল্যান্ড?
বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। সেই মতো ব্যাট হাতে 22 গজে নামেন কিউইরা। প্লে অফ চলাকালীন আচমকা বিরাট ধাক্কা পায় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকান বোলারদের হাতে আউট হয়ে মাঠ ছাড়েন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। তবে এই ধাক্কাই একেবারে শক্ত করে দিয়েছিল কিউইদের। ইয়ং সাজঘরে ফিরতেই দলের দায়িত্ব একার কাঁধে তুলে দেন দুই তাবড় তারকা রাচীন রবীন্দ্র এবং কেইন উইলিয়ামসন।
এদিন এই দুই কিউই তারকাই প্রোটিয়া বোলারদের ছাতু করে 164 রানের অংশীদারিত্ব গড়ে তুলেছিলেন। ওপেন করতে নেমে এদিন রাচীনের ব্যক্তিগত রান ছিল 108। অন্যদিকে উইলিয়ামসনের ব্যাট থেকে এদিন 101 রানের আরও একটি বড় যোগদান পেয়েছিল নিউজিল্যান্ড।
ওয়াকিবহাল মহল বলছে, অন্যান্যদের চেষ্টা থাকলেও এই দুই তারকার শত রানেই ম্যাচের প্রথম ইনিংসেই জয়ের পতাকা গেড়ে দিয়েছিল নিউজিল্যান্ড। তবে শত্রুপক্ষের 363 রানের বিরাট লক্ষ্য তাড়া করতে গিয়ে 312 রানেই গুঁড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
সেমিতে হারতেই মিমের শিকার প্রোটিয়ারা
আন্তর্জাতিক ক্রিকেটে চোকার্স তকমা ছিল আগে থেকেই। তবে মিনি বিশ্বকাপের সেমি ফাইনালের মঞ্চে পরাস্ত হতেই দক্ষিণ আফ্রিকানদের নিয়ে মিমের ঝড় উঠেছে নেট দুনিয়ায়। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি মিমে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমাকে উদ্দেশ্য করে ডেভিড মিলার বলছেন, আমাদের বিভ্রান্ত করো না! আমরা কিন্তু আলাদা।
এই একটি মিম বানিয়েই থেমে থাকেন মিমাররা। সোশ্যাল মিডিয়ার দৌলাতে সামনে এসেছে আরও বেশ কিছু মিম। যেগুলির মধ্যে তুমুল ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে অধিনায়ক টেম্বা বাভুমাকে পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম ও অধিনায়ক মহম্মদ রিজওয়ানদের ভক্ত বলে দাবি করা হয়েছে।
ভাইরাল হওয়া ছবিটি দেখায়, বাভুমা তাঁর গাড়িতে বাবার ও রিজওয়ানের ছবিটি ভগবানের আসনে বসিয়ে পুজো করছেন। সূত্র বলছে, দক্ষিণ আফ্রিকান প্লেয়ারদের নিয়ে এমন একাধিক মিম শেয়ার করেছেন নেট পড়ার মিমাররা।
Temba Bavuma sahab powerplay mein 😭#NZvsSA pic.twitter.com/j6HuGfsSQw
— Raja Babu (@GaurangBhardwa1) March 5, 2025
চাপ বাড়ল ভারতের?
বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 362 রানের বিরাট লক্ষ্য খাড়া করেছিল নিউজিল্যান্ড। যা তাড়া করতে নেমে 312 তুলেও পরাস্ত হয়েছে বাভুমার দল। এমতাবস্থায়, গ্রুপ পর্বে শেষ ম্যাচে ভারতের কাছে নাকানি চোবানি খাওয়া কিউইদের নিয়ে নতুন করে আশঙ্কার জাল বুনতে শুরু করেছেন ভারতীয় সমর্থকরা।
অনেকেই মনে করছেন, রোহিত শর্মাদের কাছে হারতেই নিজেদের সবদিক থেকে গুছিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। ফলত, এবার ফাইনালের লড়াইটা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে রোহিত-বিরাটদের পক্ষে। যদিও সিংহভাগের দাবি, গত রবিবারের মতোই নিউজিল্যান্ডকে ফুটিয়ে চ্যাম্পিয়নস ট্রফি কাঁধে তুলবে ভারত।
উল্লেখ্য, বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউজিল্যান্ডের এক ফোটাও ছন্দপতন হয়নি। আর এই ম্যাচই ভারতীয় সমর্থকদের স্মৃতিতে নতুন আশঙ্কা যোগ করেছে। প্রোটিয়াদের বিরুদ্ধে জয়ের পরই ভারতীয় ভক্তদের স্মৃতিতে নাড়া দিয়েছে 2019 বিশ্বকাপের পুরনো ইতিহাস। সেবার সেমিফাইনালের মঞ্চে ভারতকে তাড়া করে হারিয়েছিল কিউইরা।
অবশ্যই পড়ুন: ঘরের মাঠেই হার, AFC লিগের সেমিতে উঠতে পারবে ইস্টবেঙ্গল?
শেষ পর্বে ধোনি-জাদেজাদের আমরণ চেষ্টা সত্ত্বেও রক্ষা হয়নি টিম ইন্ডিয়ার। বুধের ম্যাচ শেষ হতেই ফের উসকে গিয়েছে সেই বেদনাদায়ক স্মৃতি। যার জেরে নিউজিল্যান্ড বনাম ভারতের ফাইনাল ম্যাচ নিয়ে বাড়তি আশঙ্কা জেঁকে বসেছে ভারতীয় দলের শুভাকাঙ্ক্ষীদের মনে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |