বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে দ্বিতীয় পাকিস্তান! প্রথম কে, কত নম্বরে ভারত? রইল তালিকা

Published on:

Pakistan ranks second in the global terrorism index, what is India's position?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের সন্ত্রাসবাদি দেশগুলির তালিকায় কার্যত শীর্ষে পাকিস্তান। হ্যাঁ, গ্লোবাল টেররিজম ইনডেক্স (Global Terrorism Index) 2025-এর রিপোর্ট বলছে, সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে সন্ত্রাসবাদি দেশগুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। জিটিআই সূচকে দাবি করা হয়েছে, দক্ষিণ এশিয়ার পাকিস্তান এবং আফগানিস্তান এই দুই দেশে সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত সবচেয়ে বেশি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী বলছে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ সূচক?

2025 সালের গ্লোবাল টেরোরিজম ইনডেক্স অনুযায়ী, সন্ত্রাসবাদের ওপর ভিত্তি করে মোট 163টি দেশকে সন্ত্রাসবাদি দেশের তালিকায় স্থান দেওয়া হয়েছে। যার মধ্যে ভারতের পড়শি দেশ তথা পশ্চিমদিকের পাকিস্তানের অবস্থান দ্বিতীয় নম্বরে।

হ্যাঁ, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রবণতা বিশ্লেষণের অন্যতম সূচক জিটিআই বলছে, স্কোর নির্ধারণে মূলত দেশগুলিতে হওয়া হামলার সংখ্যা, প্রাণহানি, আহতদের সংখ্যা, জিম্মিদের পরিস্থিতির মতো নানান উপাদান বিবেচিত হয়েছে। সেই সাথে সূচকে দেশগুলির সংঘাত ও আর্থসামাজিক তথ্য বিশ্লেষণ করে একটি সামাজিক চিত্র তুলে ধরা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সন্ত্রাসবাদ সূচকের রিপোর্ট বলছে, 2024 সালে গোটা বিশ্বে সন্ত্রাসী হামলার শিকার হওয়া দেশের সংখ্যা ছিল 58। যা চলতি বছর বেড়ে 66-তে দাঁড়িয়েছে। একই সাথে, 45টি দেশে পরিস্থিতির অবনতি হয়েছে এবছর। এবারের সূচক বলছে, চরম অবনতির পাশাপাশি 34টি দেশ উন্নতি করেছে। জানা যাচ্ছে, গত বছর অর্থাৎ 2024 সালে 4টি প্রধান সন্ত্রাসী গোষ্ঠীর প্রবল সহিংসতার কারণে বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখ্যা অন্তত 11 শতাংশ বেড়েছে।

ফের সন্ত্রাসবাদি দেশের তকমা পেল পাকিস্তান?

2025 সালের গ্লোবাল টেররিজম ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সন্ত্রাসবাদি দেশগুলির তালিকায় প্রথমে রয়েছে বুরকিনা ফাসো। গত বছরও এই দেশটির অবস্থান তালিকার মগডালেই ছিল। তবে ভারতের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। রিপোর্ট বলছে, 8.374 স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় সন্ত্রাসবাদি দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে পাকিস্তান। এরপর একে একে মালি, নাইজার, নাইজেরিয়া, সোমালিয়া, ইজরায়েলের মতো দেশগুলি তালিকায় স্থান পেয়েছে।

ভারতের অবস্থান কততে?

গ্লোবাল টেররিজম ইনডেক্স রিপোর্ট অনুযায়ী, এশিয়ার সবচেয়ে সন্ত্রাসবাদি দেশ হিসেবে চিহ্নিত হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। সেই সাথেই ভারতের পড়শি বাংলাদেশ এবারের রিপোর্টে 3.03 স্কোরে তালিকার 35 নম্বর স্থানে জায়গা পেয়েছে। যেখানে ভারতের অবস্থান তালিকার 14 নম্বর স্থানে। রিপোর্ট বলছে, গত বছরের একই অবস্থান ধরে রাখায় ভারতে সন্ত্রাসবাদের আনাগোনা একেবারেই বাড়েনি। বরং ক্রমশ উন্নত হচ্ছে দেশটি।

অবশ্যই পড়ুন: ৬০,০০০ বছর মিলবে বিনামূল্যে বিদুৎ! সীমাহীন জ্বালানির উৎস পেলেন চিনের বিজ্ঞানীরা

ভারতের পাশাপাশি নেপাল, ভুটান ও শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদের প্রভাব ক্রমশ কমছে। বলা বাহুল্য, দক্ষিণ এশিয়ার সাতটি মূল্যায়নকৃত দেশের মধ্যে একমাত্র ভুটান ও শ্রীলঙ্কার জিটিআই স্কোর শূন্য, যা প্রমাণ করে গত 5 বছরে এই দুই দেশে কোনও রকম সন্ত্রাসবাদি হামলা হয়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group