হাইকোর্টের নির্দেশেই হল কাজ? যাদবপুর কাণ্ডে এবার ফ্যাসাদে ব্রাত্য, ওমপ্রকাশ

Published on:

Jadavpur University Incident

প্রীতি পোদ্দার, কলকাতা: গত শনিবার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল তাতে তার প্রভাব পড়েছিল সমস্ত রাজ্য রাজনীতিতে। আর তারই প্রতিবাদে একের পর এক বিক্ষোভ কর্মসূচি এবং আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বিক্ষোভকারী পড়ুয়াদের তরফ থেকে। ঘটনা ঘটার (Jadavpur University Incident) ৫ দিন পেরিয়ে গেলেও এখনো পরিষ্ঠিকুস্বভাবিক হয়নি। আর এই আবহে এবার শিক্ষামন্ত্রী এবং যাদবপুরের অধ্যাপক এর বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির মামলা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সূত্রের খবর, গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন ওয়েবকুপার বৈঠক চলছিল তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ও সংঘর্ষ বাধে। এমনকি ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় আহত হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ইন্দানুজ রায়। সেই সময় ইন্দ্রানুজ রায়ের তরফে ইমেল মারফত একটি অভিযোগ দায়ের করা হয় থানায়। সেই ইমেলে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাঁর গাড়িচালক, ওমপ্রকাশ মিশ্র-সহ তৃণমূলকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের আর্জি জানিয়েছিলেন।

রাজ্য পুলিশের কর্মকাণ্ডে ক্ষুব্ধ বিচারপতি

কিন্তু অভিযোগ, পুলিশ এর প্রেক্ষিতে কোনও মামলা রুজু করেনি। যার ফলে গতকাল অর্থাৎ বুধবার এনিয়ে একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আর সেই মামলায় আইনি মামলায় লড়াইয়ে এগিয়ে আসেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, “ছাত্রদের কোনও FIR নেওয়াই হয়নি। বরং কিন্তু,যাঁরা ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁদের FIR নেওয়া হয়েছে।” আর এই অভিযোগে ক্ষুব্ধতা প্রকাশ করেন বিচারপতি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে FIR না গ্রহণ করায় পাল্টা রাজ্য সরকারের দিকে প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কেন এফআইআর নেওয়া হয়নি তা রাজ্যের কাছে জানতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান যে ইন্দ্রানুজের অভিযোগের বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। পরে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগ FIR হিসাবে নেওয়ার নির্দেশ দেন বিচারপতি। এবং রাজ্যের কাছে আগামী ১২ মার্চের মধ্যে রিপোর্টও তলব করে কলকাতা হাইকোর্ট।

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির মামলা

এদিকে পুলিশ হাইকোর্টের নির্দেশে আজ অর্থাৎ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাঁর গাড়ির চালক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র সহ আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট কয়েকটি ধারাতে FIR রুজু করেন। জানা গিয়েছে তাঁদের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানি, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অন্যদিকে ইন্দ্রানুজের বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা নিয়ে অভিযোগ করেছেন তাঁর বাবা অমিত রায়।

আরও পড়ুনঃ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে দ্বিতীয় পাকিস্তান! প্রথম কে, কত নম্বরে ভারত? রইল তালিকা

কিছুদিন আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অতনু রায়ের সঙ্গে ফোনে কথা বলেন। তখন ইন্দ্রানুজের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার কথা শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনালাপে জানিয়েছেন তিনি। তখন অমিত রায় বলেন,’আমি যেটা সবচেয়ে বেশি সম্মানিত বলে মনে করি, শিক্ষামন্ত্রী বলেছেন তিনি অনুতপ্ত। তবে সেটা তাঁর কাজের ধারার মধ্যে দিয়ে বুঝতে পারব। তার কাজ মিথ্যা মামলাগুলি প্রত্যাহার করা। উনি ভেবে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group