বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 মরসুম শুরু হতে আর মাত্র 15 দিনের অপেক্ষা। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ও বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই চেনা প্রতিদ্বন্ধীর এই হাইভোল্টেজ ম্যাচ গড়াবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে ইডেনে?
অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলি যেখানে টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে KKR ফ্রাঞ্চাইজির তরফে এখনও পর্যন্ত প্রথম ম্যাচের টিকিট বিক্রি নিয়ে কিছুই জানানো হয়নি। এমন আবহে ইডেনে টিকিট বিক্রির দিনক্ষণ থেকে শুরু করে টিকিটের দাম বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বড় খবর শোনা যাচ্ছে।
কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে ইডেনে?
IPL শুরুর প্রায় দু সপ্তাহ আগে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দেখতে একেবারে হাপিত্যেশ করে বসে রয়েছেন কলকাতার ক্রিকেটপ্রেমী মানুষজন। এহেন আবহে ইডেনে কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। শোনা যাচ্ছে মুম্বই, গুয়াহাটির মতো বেশ কয়েকটি শহরে IPL ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়ে গিয়েছে। বাকি রয়েছে ইডেন গার্ডেন্স।
এমন পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীদের উৎসাহের বশে জানা গেল আর কিছুদিনের মধ্যেই ইডেনের ম্যাচগুলির টিকিট বিক্রি শুরু হয়ে যেতে পারে। সূত্র বলছে, টিকিট বিক্রির দিনক্ষণ থেকে শুরু করে টিকিটের দাম নাকি একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার অপেক্ষা। তাও নাকি দু একদিনের মধ্যেই হয়ে যেতে পারে। সম্ভবত অনলাইনে BookMyShow-তে ইডেনের টিকিট পাওয়া যাবে। এছাড়াও ইডেনের কাউন্টারেও IPL-র টিকিট মিলবে।
ইডেনে দাম বাড়ছে টিকিটের?
খোঁজ নিয়ে জানা গেল, IPL ম্যাচগুলির টিকিটের দাম নির্ধারণ করার দায়িত্ব থাকে দলগুলির ফ্রাঞ্চাইজির ওপর। ফলত, ইডেনে কীভাবে টিকিট বিক্রি হবে, কবে থেকে বিক্রি শুরু, যাবতীয় দায়-দায়িত্ব রয়েছে, কলকাতা নাইট রাইডার্সের কাঁধে। KKR শুধু টিকিটের দাম নির্ধারণ করে CAB-কে জানিয়ে দেবে।
যদিও বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, CAB প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি নাকি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই গোটা চিত্রটা পরিষ্কার হয়ে যাবে।
বেশ কিছু সূত্র বলছে, কলকাতা নাইট রাইডার্স নাকি ইতিমধ্যেই ইডেনের IPL ম্যাচগুলির টিকিট মূল্য একপ্রকার চূড়ান্ত করে ফেলেছে। শোনা যাচ্ছে আর কয়েক দিনের মধ্যেই নাকি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সূত্রে এও দাবি করা হচ্ছে, এবারের মরসুমে ইডেনে IPL টিকিটের দাম খুব একটা বাড়ছে না। সেক্ষেত্রে বলে রাখি, গত বছর ইডেনে IPL ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য ছিল 750 টাকা। মূলত G-1 ও G-H ব্লকের টিকিটগুলি 750 টাকায় বিক্রি হয়। তাছাড়াও 1000 টাকা থেকে শুরু করে 1500, 2000 টাকা পর্যন্ত টিকিট থাকে।
অবশ্যই পড়ুন: ফাইনালের আগেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া, বড় ধাক্কা নিউজিল্যান্ডে!
তবে কর্পোরেট হসপিটালটি বক্সের ক্ষেত্রে টিকিটের মূল্য 28 হাজার টাকা ছিল। সূত্র অনুযায়ী, এবার সেই মূল্য খুব একটা বাড়বে না। জানা যাচ্ছে, 750 টাকার ন্যূনতম মূল্যের টিকিটের দাম এ বছর 900 টাকা হতে পারে। তবে টিকিটের মূল্য কত টাকা বাড়ল কিংবা আদৌ বাড়বে কিনা সেই গোটা ছবিটাই পরিষ্কার হয়ে যাবে, আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা এলেই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |