শ্বেতা মিত্র, কলকাতা: বাংলায় ঘন ঘন মুড বদল হচ্ছে আবহাওয়ার (Weather Today)। কখনো শীত তো আবার কখনো গরম, সব মিলিয়ে বাংলার আবহাওয়ার যেন দফারফা অবস্থা। মেঘ, বৃষ্টি, গরম, কুয়াশার খামখেয়ালিপনার কারণে অতিষ্ট বাংলার মানুষ। আজ শুক্রবার ও আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে। তারপর ফের ভ্যাপসা গরমের শিকার হবেন মানুষ। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। যাইহোক, আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে তা জেনে নিন ঝটপট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী কয়েকদিনে শহরের আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে ৯ মার্চ দেশের পশ্চিমাঞ্চলে একটি পশ্চিমা ঝঞ্ঝা প্রবেশ করবে। আবহাওয়া অফিস আগে বলেছিল যে সপ্তাহের মাঝামাঝি সময়ে পারদ কিছুটা কমতে পারে। আর হয়েওছেও তাই। তবে সপ্তাহের শেষের দিকে এটি আবার বাড়বে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। মোটের ওপর ঠান্ডা থাকবে পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিনে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে আগামী ৪-৫ দিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিনে এই জেলাগুলিতে তাপমাত্রা বেশিরভাগ ক্ষেত্রেই অপরিবর্তিত থাকতে পারে, আবহাওয়া অফিস জানিয়েছে।
আগামীকালের আবহাওয়া
শনিবার আবার উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিন চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ তেড়ে বৃষ্টি নামবে। বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। দক্ষিণবঙ্গে গরম বাড়বে। নেই কোনো বৃষ্টির পূর্বাভাস।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |