বিক্রম ব্যানার্জী, কলকাতা: মার্চেই সিদ্ধান্ত বদল! অবসর ঘোষণার পর ফের ভারতীয় দলে ফিরছেন অধিনায়ক, নেতা ও কিংবদন্তি সুনীল ছেত্রী (Sunil Chhetri)। গত বছর কুয়েতের বিরুদ্ধে যুবভারতীতে শেষ বারের মতো জাতীয় দলের হয়ে ফুটবলে পা রেখেছিলেন সুনীল। এরপরই আচমকা ভারতীয় ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন খেলোয়াড়। তবে 8 মাসের মধ্যেই ফের দলে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি।
কেন হঠাৎ সিদ্ধান্ত বদলালেন সুনীল?
জানা যাচ্ছে, আগামী 19 মার্চ ভারত বনাম মালদ্বীপের ম্যাচ রয়েছে। এরপরই 25 মার্চ বাংলাদেশের বিরুদ্ধে 2025 AFC এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলবে ভারত। মনে করা হচ্ছে, হয়তো এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্যেই আচমকা দলে ফিরলেন ছেত্রী। যদিও তাঁর দলে ফেরার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
সুনীলের দলে ফেরার খবর জানিয়েছে ফেডারেশন
বৃহস্পতিবার রাতের দিকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে সমাজ মাধ্যমে পোস্ট করে সুনীলের প্রত্যাবর্তনের খবর জানানো হয়। সোশ্যাল মিডিয়া পোস্টে ফেডারেশন লিখেছে, সুনীল ছেত্রী ইজ ব্যাক। ভারতীয় ফুটবলের অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি মার্চে আন্তর্জাতিক দলে ফিরছেন। আর এই খুশির খবরের পরই ভক্ত মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন আচমকা সিদ্ধান্ত বদলে ফেললেন ভারতীয় ফুটবলার?
সুনীলের বিকল্প নেই ভারতীয় দলে?
8 মাসের মধ্যে আচমকা সবাইকে অবাক করে দিয়ে ফের জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন সুনীল।। আর এই খবরেই কার্যত স্তম্বিত হয়ে গিয়েছেন ছেত্রী ভক্তরা। পছন্দের তারকার ফের মাঠে ফেরার খবর শুনতেই এক প্রকার উচ্ছ্বসিত হয়ে উঠেছেন সকলে। তবে আনন্দের মাঝেই যেন বুকে বাজছে আক্ষেপের সুর। ভক্তদের মধ্যে সিংহভাগই মনে করছেন, ভারতীয় ফুটবল এখনও পর্যন্ত সুনীলের মতো কোনও ফুটবলারকে খুঁজে পায়নি। তাই বিকল্প না পাওয়ায় ফের তাঁকেই জাতীয় দলের দুরবস্থা সামাল দেওয়ার দায়িত্ব দিয়েছে ফেডারেশন।
অবসর প্রসঙ্গে ঠিক কী বলেছিলেন সুনীল?
8 মাস আগে অবসর গ্রহণের পর্বে ভারতীয় ফুটবলার সুনীল জানিয়েছিলেন, কখনও ভাবতেই পারিনি দলের হয়ে এতগুলো ম্যাচ খেলে ফেলেছি আমি। দলের হয়ে যা যা করেছি সবই আমার হৃদয় থেকে যাবে, ভাল হোক বা মন্দ। কুয়েতের ম্যাচ শেষেই ভারতীয় তারকা বলেন, বিষয়টা খুবই অদ্ভুত ছিল।
এই ম্যাচটা যে আমার শেষ ম্যাচ হবে তা হয়তো আগে থেকেই ভেবে নিয়েছিলাম বলেই বিষয়টা নিয়ে আরও খানিকটা চিন্তিত হয়ে পড়ি। খেলোয়াড় আরও বলেন, আমি যখন ভাবি এটাই আমার শেষ ম্যাচ, তখন মাথায় নানান চিন্তা আসে। ভাল মন্দ মিশিয়ে আগের ম্যাচ গুলির কথাই যেন বেশি মনে পড়ে।
অবশ্যই পড়ুন: ইডেনে টিকিটের দাম বাড়াবে KKR? কবে থেকে বিক্রি শুরু, পাওয়া যাবে কোথায়? মিলল আপডেট
ISL-এর সর্বোচ্চ গোলদাতার তালিকায় কার্যত শীর্ষে সুনীল!
বেশ কিছু রিপোর্ট মারফত খবর, ইন্ডিয়ান সুপার লিগের পরিসংখ্যান বলছে, আপাতত ISL-এর সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় বর্তমানে 2 নম্বরে রয়েছেন সুনীল ছেত্রী। 23 ম্যাচে 12টি গোল করে এই বিরাট কীর্তি গড়েছেন তিনি। সুনীল ছাড়াও ইন্ডিয়ান সুপার লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ভারতীয় হিসেবে প্রথম 20-তে রয়েছেন বাঙালি ফুটবলার শুভাশিস বসু। মোহনবাগানের এই তাবড় তারকা 22 ম্যাচ খেলে 6 গোল করেছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |