শ্বেতা মিত্র, কলকাতা: কার ভবিষ্যৎ কেমন হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Exam) ওপর। প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় বসে। এবারও সেটার ব্যতিক্রম ঘটেনি। বর্তমানে রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।তবে এবারের পরীক্ষার্থীর সংখ্যা নাকি অনেকটাই কম যা শুনলে অবাক হবেন। যাইহোক, একদিকে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তখন জানা গেল কবে এর রেজাল্ট বেরোবে। আপনার সন্তান বা আপনার চেনা পরিচিতও কি এই বছরের উচ্চ মাধ্যমিক দিচ্ছে? তাহলে জেনে নিন ফলাফল কবে বেরোবে।
কবে বেরোবে উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলাফল
গোটা রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। গত বছর পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। যাইহোকজ চলতি বছর কবে উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোবে তা নিয়ে বড় ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষা শুরু হতেই একাধিক জেলায় স্কুল পরিদর্শনে যাচ্ছেন সংসদ সভাপতি। ঘুরে দেখছেন যাবতীয় ব্যবস্থা। তেমনই বীরভূম গিয়েছিলেন সভাপতি।
এই বীরভূমেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংসদ সভাপতি জানান, মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার ৭ দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এখন নিশ্চয়ই ভাবছেন যে তাহলে মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? এই বিষয়ে তিনি জানালেন, মাধ্যমিকের রেজাল্ট বের হতে পারে মার্চের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে।
এক ধাক্কায় অনেক কমল পরীক্ষার্থীর সংখ্যা
গত ৩ মার্চ থেকে শুরু হয়েছে ২০২৫-এর উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে জানলে আকাশ থেকে পড়বেন যে এবার এক ধাক্কায় পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমে গেছে। সূত্র বলছে, গত বছরের তুলনায় এবছর প্রায় ২ লক্ষ ৮০ হাজার কম পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে।
আরও পড়ুনঃ CBI চার্জশিটে নয়া তথ্য! চাকরিপ্রার্থীদের মুখ বন্ধ রাখতে মোটা টাকা দেন কালীঘাটের কাকু
শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় অন্যবারের তুলনায় তুলনামূলকভাবে পাশের হার কম ছিল। প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |