প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কিছুদিন আগেই দিল্লিতে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানে জনগণের বিচারে আপ সরকারকে হারিয়ে দিয়ে ২৭ বছরের খরা কাটিয়ে নয়া মুখ্যমন্ত্রী পদে সিংহাসন দখল করেছেন রেখা গুপ্তা। আর আসন দখলের পরেই এবার তিনি ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণের জন্য মাঠে নামলেন। যার মধ্যে অন্যতম ছিল মহিলাদের মাসিক ভাতা প্রদানের প্রকল্প।
নারী দিবসে বড় প্রকল্প মহিলাদের জন্য
দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির দিল্লিবাসীর কাছে প্রতিশ্রুতি হিসেবে জানিয়েছিল যে দিল্লিতে গেরুয়া পতাকা উড়লে মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। এই ভাতার নাম দেওয়া হয়েছিল ‘মহিলা সমৃদ্ধি যোজনা’ (Mahila Samriddhi Yojana)। আর এবার সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে আন্তর্জাতিক নারী দিবসের দিনে। দিল্লির বিজয়ী প্রার্থী রেখা গুপ্তা নবনির্বাচিত মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগেই জানিয়েছিলেন যে, “ সরকার মহিলাদের জন্য ২৫০০ টাকা মাসিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পূরণ করবে ৷” অবশেষে সেই দিন এল দিল্লিবাসীর কাছে। আজ, আন্তর্জাতিক নারী দিবসে এই ‘মহিলা সমৃদ্ধি যোজনা’র রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে ৷
এই প্রকল্পের জন্য ওয়েব পোর্টাল চালু হবে!
জানা গিয়েছে, আজ দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে রাজ্যের সকল মহিলাদের উদ্দেশে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করা হচ্ছে এই অনুষ্ঠানেই মহিলা সমৃদ্ধি যোজনা আনুষ্ঠানিকভাবে চালু হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং অন্যান্য মন্ত্রীরা। সূত্রের খবর মন্ত্রিসভা এই ব্যাপারে অনুমোদন দিলে, একটি ডেডিকেটেড ওয়েব পোর্টাল চালু করা হবে যেখানে যোগ্য মহিলারা আবেদন করতে পারবেন।
কী কী তথ্য জরুরি?
এই সরকারী প্রকল্পে দিল্লি সরকার অনুমান করছে, যে এই প্রকল্প থেকে প্রায় ১৫ লক্ষ মহিলা উপকৃত হবেন। এমনকি এই প্রকল্পে অংশগ্রহণের বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। সেগুলি হল মহিলাদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। এবং অবশ্যই আবেদনকারীকে দিল্লির বাসিন্দা হতে হবে। এবং বার্ষিক পারিবারিক আয় ৩ লক্ষ টাকা বা তার কম হতে হবে। এছাড়াও আবেদনের জন্য ভোটার কার্ড, আধার কার্ড, বিপিএল কার্ড এবং আয়ের শংসাপত্র খুব গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশেরও বেশি নম্বর! ভাইরাল IIT বাবার রিপোর্ট কার্ড
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |