সৌভিক মুখার্জী, কলকাতাঃ পাকিস্তানের প্রাক্তন পেসার মোহাম্মদ আমিরের স্বপ্ন নাকি আইপিএল (Indian Premier League) খেলার। হ্যাঁ ঠিকই শুনেছেন। বর্তমানে পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি নেই। কিন্তু ব্রিটিশ নাগরিকত্ব পেলে আমিরের জন্য সেই সুযোগ হতে পারে। আর সেই আশাতেই দিন গুনছেন নাকি পাকিস্তানি পেসার।
ব্রিটিশ নাগরিকত্বের অপেক্ষায় আমির
মহম্মদ আমিরের স্ত্রী নারজিস ব্রিটেনের নাগরিক। এই সূত্র ধরেই আগামী বছর আমির ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার আশায় রয়েছেন। নাগরিকত্ব পাওয়ার পর আইপিএল খেলার ক্ষেত্রে তার আর কোনো বাধা থাকবে না বলে মনে করছেন তিনি। এই বিষয়ে আমির বলেছেন, “আগামী বছর নাগরিকত্ব পেয়ে আমি IPL খেলার সুযোগ পাবো। সুযোগ পেলে আমি অবশ্যই খেলতে চাই।”
পাকিস্তানের ক্রিকেটারদের জন্য আইপিএল নিষিদ্ধ
২০০৮ সালের পর থেকেই পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএল খেলা নিষিদ্ধ। তবে পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটার ধারাভাষ্যকার বা কোচ হিসেবে আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন। ওয়াসিম আক্রম এক সময়ে কলকাতা নাইট রাইডার্স এর বোলিং কোচ ছিলেন। শুধু তাই নয়, রামিজ় রাজা ধারাভাষ্যও দিয়েছেন। আমিরকে এখন মূল আশার আলো দেখাচ্ছেন আজহার মেহমুদ। ২০১২ সালে ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে তিনি আইপিএল খেলেছিলেন। সেই পথেই এবার হাঁটতে চলেছেন ফাস্ট বোলার।
কোন দলের জার্সিতে খেলতে চান আমির?
আইপিএলে সুযোগ পেলে কোন দলের জার্সি গায়ে চাপাবেন মোহাম্মদ আমির? তিনি সরাসরি জানিয়েছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার খুব ইচ্ছা রয়েছে তার। বিরাট কোহলির বড় ভক্ত মোহাম্মদ আমির। তিনি বলেন, “বিরাট কোহলি আমাকে একবার তার ব্যাট উপহার দিয়েছিল। ওর ব্যাটিং আমার খুব পছন্দ। বিরাট আমার বোলিংও পছন্দ করে। তাই ওর দলের হয়ে খেললে আমার স্বপ্ন পূরণ হবে।”
আমিরের আইপিএল খেলার স্বপ্ন বাস্তবে পরিণত হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে ব্রিটিশ নাগরিকত্ব পেলে তার জন্য আইপিএল খেলার দরজা খুলে যেতে পারে। পাকিস্তানের ক্রিকেট মহলে এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও আমির এখন শুধু তার ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |