দোলের আগেই বেহাল দশা হবে গরমে, ৪০ ডিগ্রি ছোঁবে তাপমাত্রা! দেখুন আগামীকালের আবহাওয়া

Published on:

Weather Update Temperatures could reach 40 degrees before holi

প্রীতি পোদ্দার, কলকাতা: এখনও শুরু হয়নি গরম। ক্যালেন্ডারের পাতায় চোখ রাখলে দেখা যাবে এখন বসন্তকাল।কিন্তু আবহাওয়ার মত গত বলছে এখন থেকেই শুরু গরমকাল। যেহেতু এবছর শীত খুব একটা বড় প্রভাব ফেলেনি যার দরুন আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছে যে এবার শীত শেষেই স্বাভাবিকের থেকে বেশি হবে গরমের মাত্রা (Weather Update)। এমনকি চলতি বছর যে রেকর্ড গরম পড়তে পারে তার আন্দাজ অনেকেই টের পেয়ে গেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হাওয়া অফিসের শেষ আপডেট অনুযায়ী জানা হয়েছে, আজ অর্থাৎ শনিবার থেকেই একটু একটু করে চড়বে পারদের মান। অর্থাৎ আর কমবে না রাত ও দিনের তাপমাত্রা। উল্টে এখন থেকেই গরমের জন্য তৈরি হতে হবে সকলকে। আশঙ্কা করা হচ্ছে দোল এবং হোলি উৎসবের আগেই কলকাতায় পারদের কাঁটা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে ছুঁতে পারে। পশ্চিমের জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশই থাকবে দিনভর। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দুপুরের তাপমাত্রা আগামীকাল একটি বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশে থাকবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণে ইতিমধ্যে গরম পড়ে গেলেও উত্তরবঙ্গে অবশ্য ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের একাধিক অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। তবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group