বরুণ বা শামি নন, এই ভারতীয় বোলারের ভয়ে কাঁপছে কিউইরা!

Published on:

india team champions trophy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফাইনালের আগেই প্রকাশ্যে কিউইদের( New Zealand) ভয়ের কারণ! রবিবার ভারতের বিরুদ্ধে মাঠে নামার প্রাক্কালে নিজেদের দুর্বলতা জানিয়েছেন নিউজিল্যান্ডের তাবড় ব্যাটসম্যানরা! বিষয়টা খোলসা করে বলতে গেলে, দুবাইয়ে ICC-র ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন চলাকালীন এক নেট বোলারকে ভারতের বাঁ হাতি স্পিনার প্রসঙ্গে বাড়তি সতর্কতার কথা বলেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। হ্যাঁ, সূত্রে বলছে কিউইদের ভয়ের কারণ বরুণ চক্রবর্তী বা মহম্মদ শামি নন বরং এক বাঁ হাতি স্পিনারের ভয়ে ঘুম উড়েছে কিউইদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতীয় স্পিনারের ভয়ে কাঁপছে কিউয়ি ব্রিগেড?

সম্প্রতি প্রকাশ্যে আসা বেশ কিছু রিপোর্ট মারফত খবর, দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট অ্যাকাডেমিতে ফাইনালের অনুশীলন করছিলেন কিউই ব্যাটাররা। সেই সময়ে নেট প্র্যাকটিস চলাকালীন নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের উদ্দেশ্যে বল ছুঁড়ছিলেন নেট বোলার শাশ্বত তিওয়ারি। জানা যায়, অনুশীলন চলাকালীন তাঁর কাছেই নাকি ভয়ের কারণ প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা!

সম্প্রতি ক্যামেরার মুখোমুখি হয়ে নেট বোলার শাশ্বত বলেন, কিউই দল ভারতের বিপক্ষে ফাইনালের জন্য মূলত ডানহাতি স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে। তবে তাঁদের মূল দুর্বলতা বাঁহাতি স্পিনার। হ্যাঁ, তরুণ নেট বোলারের কথায়, নিউজিল্যান্ডের ব্যাটারদের বল করার সুযোগ পেয়ে তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে অনুশীলন চলাকালীন কিউইরা নাকি তাঁকে বলছেন ভারতের বাঁ হাতি স্পিনার রবীন্দ্র যাদেজার জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হবে। তাই 18 গজ দূর থেকে বল করার আদেশ পান তিনি। নেট বোলার শাশ্বত বলেন, প্রথমদিকে কিউইদের হাবভাব দেখে বোঝা গিয়েছিল তাঁরা ভারতীয় লেগ স্পিনার রবীন্দ্র জাদেজার বোলিং আক্রমণের প্রতি যথেষ্ট দুর্বল। প্রথমদিকে 18 গজ দূর থেকে বল করার পর যখন কিউই ব্যাটাররা দেখলেন বল খুব দ্রুত আসছে, ঠিক সেই সময়েই ফের 22 গজ দূর থেকে বল করার আদেশ পান শাশ্বত।

আরও পড়ুনঃ ফাইনালের আগেই দায়িত্ব ঝেড়ে ফেললেন টিম ইন্ডিয়ার বিশ্বস্ত তারকা!

প্রসঙ্গত, ভারতীয় নেট বোলার শাশ্বত তিওয়ারির কথায়, টিম ইন্ডিয়ার স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতি চলাকালীন তাঁর লেগ স্পিনে ঘায়েল হন কিউই তারকা গ্লেন ফিলিপস। ভারতীয় নেট বলার বলেন, ফিলিপসকে বোল্ড করেছেন তিনি। তবে তিওয়ারির বক্তব্যে একথা স্পষ্ট যে, ফাইনালের আগে ভারতের বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাদেজাকে নিয়ে বাড়তি চাপ রয়েছে কিউই ব্রিগেডে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group