একধাক্কায় বাড়বে DA এর পরিমাণ! ফারাক কমবে কেন্দ্রের সঙ্গে, আশ্বাস খোদ মুখ্যমন্ত্রীর

Published on:

7th Pay Commission

প্রীতি পোদ্দার, আগরতলা: খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মীদের সৌভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কারণ বছর ঘুরলেই কার্যকর হতে চলেছে অষ্টম বেতন কমিশন। কিন্তু তার আগে অর্থাৎ দোলযাত্রার আগেই কেন্দ্র সরকারি কর্মীদের DA বাড়ার ক্ষেত্রে এক বড় সুখবর আসতে চলেছে। মহার্ঘভাতা আরও ২ শতাংশ হারে বাড়তে চলেছে। অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউয়েন্স বা DA বেড়ে হবে ৫৩ শতাংশের বদলে ৫৫ শতাংশ। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি চূড়ান্ত মন্ত্রীসভার বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই এই মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করা হবে। আর এই আবহেই কেন্দ্রের মত রাজ্যের মুখ্যমন্ত্রীও DA বৃদ্ধির (7th Pay Commission) আশ্বাস দিলেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এবার রাজ্যে DA ফারাক কমতে চলেছে!

সূত্রের খবর, গতবছর অর্থাৎ ২০২৪ এ ত্রিপুরায় দীপাবলির মধ্যে রাজ্যের সরকারি কর্মচারিদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল রাজ্য সরকার। আগামী নভেম্বর মাস থেকে সেটি বেড়েছিল। এর ফলে রাজ্য সরকারের কর্মচারিরা বর্তমানে ৩০ শতাংশ হারে মহার্ঘভাতা পাচ্ছেন। আর এই DA বৃদ্ধির সুবিধা রাজ্য সরকারের সমস্ত কর্মচারি, পেনশনভোগীরাও পেয়েছেন। তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানালেন এবার সেই DA এর পরিমাণ আরও বাড়তে চলেছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের DA এর ফারাক আরও কমতে চলেছে। খোঁদ সেই কথা মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন।

কী বলছেন মুখ্যমন্ত্রী?

এদিন ছিল ত্রিপুরার দ্বিতীয় সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা আশ্বাস দিলেন খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার ব্যবধান কমতে চলেছেন। তিনি বলেন, “ আগের সরকারের সপ্তম বেতন কমিশন কার্যকর করতে অনীহা করছিল। সেই সময় আমরা এর বিরোধিতা করেছিলাম। আগের সরকার অনেকটাই কম DA দিয়েছিল। কিন্তু আমাদের সরকার যখন আসল, সেখানে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর করা হয়েছে।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ আধার লিংক অতীত! এবার রেশন কার্ডে চাল, গমের বদলে সরাসরি টাকা

তিনি আরও বলেন, “২০২২ সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ অনেকটাই বাড়িয়ে চলেছে। ২০২২ সালে পাঁচ শতাংশ বাড়িয়ে ১২ শতাংশ DA দিয়েছিল সরকার। ২০২৪ সালে আরও পাঁচ শতাংশ, তারপর আরও পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া দেওয়া হয়েছিল। এমনকি কোভিড কালেও তিন শতাংশ DA দেওয়া হয়েছিল। সব মিলিয়ে মোট ৩০ শতাংশ DA দেওয়া হচ্ছে। ভবিষ্যৎ এ এর পরিমাণ আরও বাড়বে।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group