সোনার দামে নয়া চমক, স্বস্তি দিচ্ছে রুপো! দেখুন আজকের রেট

Published on:

gold and silver price today

সৌভিক মুখার্জী, কলকাতাঃ ফের সোনার দামে (Gold Price) চমক। হোলির আগে সোনার বাজেরে বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে। আজ সোমবার, ১০ই মার্চ। টানা দুইদিন দাম কমলেও আজ ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে হলুদ ধাতুর মূল্যে। আজ সোনার দাম গতকালের তুলনায় কিছুটা বেড়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। তবে হ্যাঁ, আজ রুপোর দাম হ্রাস পেয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজ কত টাকা মূল্য পরিবর্তন হল এবং দেশের প্রধান প্রধান শহরগুলিতে সোনা ও রুপোর বর্তমান বাজার মূল্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সোনার দামের ওঠানামার কারণ কী?

বিশ্ববাজরের অস্থিরতা এবং বিনিয়োগকারীদের সতর্ক মনোভাবের কারণেই হলুদ ধাতুর দাম দিনের পর দিন ওঠানামা করছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কর নীতি সোনার দামে ব্যাপকভাবে ফেলছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দা এবং বেকারত্বের হার বৃদ্ধি বিশ্ববাজারে সোনার উপর প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা এখন সোনা কেনার প্রতি আগ্রহ হারাচ্ছেন। যার ফলে মূল্যে বৃদ্ধির তুলনায় মূল্য হ্রাস পাচ্ছে।

আজ সোনার বাজার দর | Gold Price Today |

আজ দেশের প্রধান শহরগুলিতে সোনার দামের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো চেন্নাই, কলকাতা, মুম্বাই ইত্যাদি বড় বড় শহরগুলিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮০,৩৯০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৭,৭৭০/- টাকায়। তবে রাজধানীতে সোনার দাম একটু বেশি। কারণ দিল্লিতে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮০,৫৪০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৭,৮৫০/- টাকায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

রুপো গ্রাহকদের জন্য দারুন সংবাদ। কারণ গতকালের তুলনায় আজ রুপোর দাম কমেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। গতকালের তুলনায় আজ ১০০ টাকা কমে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৯৯,০০০/- টাকা।

কীভাবে সোনার দাম নির্ধারিত হয়?

সোনার দাম মূলত আন্তর্জাতিক বাজারের ওঠানামা, সরকারি কর এবং ভারতীয় মুদ্রার মূল্যের উপর ভিত্তি করেই ওঠেনামা করে। এছাড়া বিয়ে, উৎসব, বিনিয়োগের জন্য ভারতীয়দের মধ্যে সোনার চাহিদা বৃদ্ধি পায়। তখন সোনার দাম সাময়িকভাবে বৃদ্ধি পায়। বিয়ের মরসুমে তো সোনার চাহিদা আকাশছোঁয়া থাকে। কিন্তু এখন বিনিয়োগকারীদের সতর্ক মনোভাবের জন্যই সোনার দাম দিনের পর দিন হ্রাস পাচ্ছে।

আরও পড়ুনঃ হবে বিপুল আয়, মিলবে ৬০% ভর্তুকিও! মাছ চাষিদের জন্য নয়া স্কিম আনল সরকার

হোলির আগে সোনার বাজারের এই মূল্য পতন ক্রেতাদের জন্য একটি ভালো সুযোগ হতে পারে। যদিও আজ কিছুটা দাম বেড়েছে, তবে সামগ্রিকভাবে মূল্য হ্রাস পাচ্ছে। তবে বিনিয়োগের আগে বর্তমান বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা অত্যন্ত জরুরী। সোনা কিনতে চাইলে এই মূল্য হ্রাসের সুবিধা নেওয়া যেতে পারে। কারণ ভবিষ্যতে আরও দাম বৃদ্ধির সম্ভাবনা থাকছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group