বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি শেষ। এবার কি তাহলে অবসর নেবেন রোহিত শর্মা (Rohit Sharma)? এক কথায়, একেবারেই না। মরুদেশের মেগা ফাইনালে সমস্ত অপবাদ ঘুচিয়ে দিয়েছে রোহিতের ব্যাটিং। গতকাল ফাইনালের মঞ্চে সেরা হয়ে দলকে তৃতীয়বারের চ্যাম্পিয়ন বানানোর পাশাপশি বহু অপবাদের মুখে আগুন দিয়েছেন শর্মা। সেই সাথেই ফাইনাল শেষে অবসর জল্পনাতেও জল ছিটিয়েছেন ভারতীয় মহাতারকা। রবিতেই রোহিত স্পষ্ট করেছেন, তিনি অবসর নিচ্ছেন না।
অবসর নিয়ে রোহিতের বক্তব্য
মিনি বিশ্বকাপ চলাকালীন ভারতীয় মহতারকা তথা অধিনায়ক রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনার জল অনেকটাই গড়িয়েছিল। তবে এর সূত্রপাত হয়ে গিয়েছিল গত বছরই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম সিরিজের পর শর্মার ব্যর্থতাকে সামনে এনে খেলোয়াড়ের অবসর প্রসঙ্গে মুখ খুলেছিলেন অনেকেই। তবে সেই জল্পনায় মদদ জুগিয়েছে বেশ কিছু উড়ো খবর।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন রোহিতকে নিয়ে বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল, মিনি বিশ্বকাপ শেষ হলেই ভারতীয় দলে শর্মার মেয়াদও শেষ হবে। আর এই ধরনের খবরের সত্যতা যাচাই না করে ম্যাচ শেষে অধিনায়কের মুখ থেকেই আসল সত্যিটা জানতে চেয়েছিলেন ভক্তরা। ফাইনালে জয় ছিনিয়ে গতকাল ভক্তদের আশা পূর্ণ করেছেন শর্মা।
রবিবার দুবাইয়ে কিউইদের মাঠ ছাড়া করে চ্যাম্পিয়নস ট্রফি কাঁধে তুলেছে মেন ইন ব্লু। আর এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করে দিয়েছিলেন হিটম্যান। রোহিত জানান, আর একটা জিনিস আপনাদের সকলকে বলতে চাই। আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না। ভবিষ্যতে যেন এ বিষয়ে কোনও রকম গুজব না ছড়ায়। সকলকে ধন্যবাদ।
2027 বিশ্বকাপ পর্যন্ত খেলবেন শর্মা?
রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, রোহিত বারংবার আগ্রাসী ক্রিকেট খেলার কথা বলেছেন। তিনি জানিয়েছেন, এভাবেই খেলা চালিয়ে যাবেন। সেই সাথে 2027 বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উড়িয়ে দিলেন না রোহিত। খেলোয়াড় বলেন, অনেকেই জানেন এটা আমার স্বাভাবিক খেলা নয়। আমি একই ধাঁচে খেলতে চেয়েছিলাম। তার জন্য কোচ গৌতম ভাইয়ের সমর্থন পেয়েছি। আর সে জন্যই আগ্রাসী ক্রিকেট খেলা চালিয়ে গেছি।
অবশ্যই পড়ুন: ‘যখন আমি KKR-এ ছিলাম’, গম্ভীরকে নিয়ে বিরাট মন্তব্য সূর্যকুমারের
সব মিলিয়ে, এদিন শর্মার বক্তব্যে একথা স্পষ্ট যে, তিনি অন্তত 2027 বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলে খেলবেন। এছাড়াও ঘনিয়ে আসছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। তবে শর্মার অধিনায়কত্বের মেয়াদ কতদিন হবে তা নিয়ে আর কিছুদিনের মধ্যেই ভারতীয় মহাতারকার সাথে বৈঠকে বসতে পারেন প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক অজিত আগরকর।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |