ভারত জিতলেও রোহিত শর্মার অবসরে অনড় সৌগত রায়, ফের করলেন বড় মন্তব্য

Published on:

Sougata Roy

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল অর্থাৎ রবিবার দুবাইয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই জল্পনা রটেছে যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ওয়ান ডে ক্রিকেটকেও বিদায় জানাতে চলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। যেমনটা টি-২০ বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেটের সেই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন। তবে সবটাই যে গুজব সেটা নিজেই জানিয়ে দিলেন রোহিত শর্মা। এদিকে ৩৮ বছর বয়সেও যেখানে তিনি খেলা চালিয়ে যাবেন বলে সকলে বেশ খুশি এবং উত্তেজিত। সেখানে এবার রোহিত শর্মার গতকালের পারফরমেন্সের প্রশংসা করে তাঁর অবসরের দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জেতার পরেও অবসরের দাবি সৌগতর!

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার আগে ভারতীয় ক্রিকেট দল নিয়ে নিজের স্পষ্ট মতামত ব্যক্ত করেছিলেন সৌগত রায়। সেই সময় এই বর্ষীয়ান সাংসদ বলেছিলেন, রোহিত শর্মার দলেই থাকা উচিত না। আর এই মন্তব্য করে ব্যাপক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। শেষে দেখা গেল এই রোহিত শর্মাই আবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন চ্যাম্পিন্স ট্রফির ফাইনালে। এবং ভারতকে ১২ বছর পর এনে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যা দেখে সত্যিই সৌগত রায় রোহিতের প্রশংসা না করে পারেনি। কিন্তু এই প্রশংসার পরেও আবার ফাইনালের পরে রোহিত শর্মার অবসরের দাবি অটুট থাকল তাঁর।

কী বললেন সৌগত রায়?

তৃণমূল সাংসদ সৌগত রায় গতকাল ভারতের জয়ে আনন্দিত হয়ে এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে জানান, “সব ভারতীয়র মতো আমিও বেশ আনন্দিত। আমি বলেছিলাম, রোহিত শর্মা ভাল খেলছে না। দলে সুযোগ পাওয়া উচিত নয়। তবে আজ রোহিত শর্মা খুব ভাল খেলেছে। তাকে অভিনন্দন জানাচ্ছি। আমি খুব খুশি হতাম, যদি সেঞ্চুরি করতে পারত। আগে যখন খেলতে পারছিল না, তখন আমি সমালোচনা করেছিলাম কিন্তু আজ ভাল খেলেছে, তাই অভিনন্দন জানাচ্ছি।” আর এর পরেই তিনি অবসরের প্রসঙ্গ তুলে বলেন, “তবে জিতে গেলেও এবার রোহিত শর্মার অবসর নিয়ে নেওয়া উচিৎ। কারণ আজকেও যেভাবে স্ট্যাম্প আউট হয়েছে, সেটা একদমই মানা যাচ্ছে না। ভেবেছিলাম সেঞ্চুরি করবে কিন্তু সেটা হয়নি। তবে ভাল খেলেছে।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ভারত থেকে পালিয়েও রক্ষে নেই, ললিত মোদীর পাসপোর্ট বাতিলের নির্দেশ ভানুয়াতুর প্রধানমন্ত্রীর

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই রোহিত শর্মা সহ গোটা ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন বার্তা জানাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই পোস্টের কমেন্ট বক্সে একের পর এক নেটিজেন সৌগত রায়কে ‘খোঁচা’ দিয়ে গেলেন। নানা রকমের মন্তব্য করা হয় সৌগত রায়ের বিরুদ্ধে। একজন নেটিজেন লিখেছেন, “ সৌগত দাদুকে একটু বকা দেবেন সময় মতো। ” আবার ওপর এক নেটিজেন লিখেছেন, “এটা বাংলার অপমান দিদি। একটাও বাঙালি নেই দলে, তাও চ্যাম্পিয়ন! ওই হোদল কুতকুত আর তার ছেলের চক্রান্ত।”

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group