বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 8 বছর পর আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে (Champions Trophy) শ্রেষ্ঠ হয়েছে ভারত। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগা ফাইনালের আসরে রোহিত শর্মার দল তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়নস ট্রফি কাঁধে তুলেছে। তবে শুধু ফাইনাল জয়েই থেমে থাকেনি ভারতের কীর্তি, গোটা ওয়ানডে মিনি বিশ্বকাপ মরসুমে অপ্রতিরোধ্য থেকেছে টিম ইন্ডিয়া। আর ভারত সেনার এই অপরাজিত যাত্রার 4 কারণ খুঁজে নিল India Hood।
3 ম্যাচেই বরুণের কামাল
রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব আগে থেকেই ছিলেন, গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিউইদের বিরুদ্ধে দলে যোগ দেন আরেক তাবড় স্পিনার বরুণ চক্রবর্তী। আর এই ম্যাচ থেকেই ভাগ্য যেন ভারতের সহায়ই ছিল। প্রথমে বাংলাদেশ এবং পরে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয়ের পর সেমিফাইনালের টিকিট পাকা করেছিল টিম ইন্ডিয়া।
এরপর সেমিতে অজিদের ফুটিয়ে ফাইনালের আসরে খুঁটি গেড়েছিল রোহিতের ভারত। পরিসংখ্যান বলছে, এই গোটা আসরে নিজের জাত চিনিয়েছেন বরুণ চক্রবর্তী। গোটা প্রতিযোগিতায় মাত্র 3 ম্যাচ খেলেই 9 উইকেট পকেটে পুরেছেন তিনি। তবে উইকেট সংখ্যাই শুধু চক্রবর্তীর পারফরমেন্সকে বিচার করে না। ওয়াকিবহাল মহল বলছে, বরুণ এমন সময় উইকেট তুলেছেন যখন দলের অবস্থা সত্যিই শোচনীয়। ফলত টিম ইন্ডিয়ার অপ্রতিরোধ্য জয়ের একটা বড় কারণ হয়ে থাকবেন চক্রবর্তী।
4 স্পিনারের পরিকল্পনা
হাইব্রিড মডেল মেনে দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়নস ট্রফির প্রতিটি ম্যাচ খেলেছে ভারত। তবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ সম্পর্কে জেনেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে নতুন চাল চালে ভারতীয় ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পূর্বপরিকল্পনা বদলে মাঠে নামানো হয় 4 স্পিনারকে। সেক্ষেত্রে, জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ আগেই ছিলেন সেই তালিকায় যোগ হয় বরুণ চক্রবর্তী নামটা। আর এর পর থেকেই 4 স্পিনারের দাপুটে পারফরমেন্সের ওপর ভর করেই ভারতের চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল।
কোহলির গুরুত্বপূর্ণ অবদান
গোটা চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি। শুরুর দিকে বাংলাদেশের বিরুদ্ধে সেভাবে জ্বলে উঠতে না পারলেও মিনি বিশ্বকাপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অর্থাৎ রিজওয়ান অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে দুরন্ত শতরান ও সেমিফাইনালের দুঃসময়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 84 রানের বড় ইনিংস খেলে দলে ভরসা যুগিয়েছিলেন বিরাট। ফাইনালে অবশ্য তাঁর ব্যাটে রান আসেনি, তবে গোটা মরসুমে দলের ভিত মজবুত করে দিয়েছিলেন তিনি। যার জেরে আত্মবিশ্বাস পায় টিম ইন্ডিয়ার বাকিরা।
চেনা ময়দানেই সব ম্যাচ
এবারের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দুবাইয়ের পিচের কথা উল্লেখ করছেন অনেকেই। বলা হচ্ছে, ভারত যেহেতু হাইব্রিড মডেল মেনে দুবাইয়ে নিজেদের সব ম্যাচ খেলেছে। সেক্ষেত্রে অন্যান্য দলগুলির থেকে অতিরিক্ত অ্যাডভান্টেজ পেয়েছে রোহিতের দল। যেখানে, বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো সুপার পাওয়ার দলকে পাকিস্তানের বিভিন্ন শহরের পাশাপাশি দুবাইয়ে যাতায়াত করতে হয়েছে।
অবশ্যই পড়ুন: নতুন কোচ পেল KKR! দায়িত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতানো মহারথী
সেই পর্বে দাঁড়িয়ে ভারতীয় খেলোয়াড়রা শুধুমাত্র হোটেল থেকে দুবাইয়ের মাঠে ফেরার যাত্রা নিশ্চিত করেছিলেন। কাজেই প্রথম ফ্যাক্টর হিসেবে চেনা ময়দান ও ভ্রমণের জন্য অতিরিক্ত পরিশ্রম না হওয়ায় ভারতীয় দলের জয়ের মূল কারণ হিসেবে দুবাইয়ের মাঠে প্রতিটি ম্যাচ খেলার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |