নিউজিল্যান্ডকে জেতান চ্যাম্পিয়নস ট্রফি, ভারতকে দুরমুশ করা নায়কের এখন করুণ অবস্থা

Published on:

Chris Cairns nz champions trophy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার কিউইদের হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি কাঁধে তুলেছে ভারত। তবে আজ থেকে 25 বছর আগের চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy 2000 Final) ফাইনালে ঘটেছিল ঠিক উল্টো ঘটনা। সেবার সেঞ্চুরি করেও দলকে যেতে পারেননি দাদা সৌরভ গাঙ্গুলি। 2000 সালের মিনি বিশ্বকাপে ভারতের বুকে তীর নিক্ষেপ করেছিল নিউজিল্যান্ড।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গাঙ্গুলিদের বড় লক্ষ্য দু বল হাতে রেখেই পূরণ করে কিউইরা। যার জেরে সেবার চ্যাম্পিয়নস ট্রফির হাত ফসকেছিল গাঙ্গুলির ভারতের। আর এই পরাজয়ের নেপথ্যে যার অবদান অনস্বীকার্য সেই কিউই তারকা ক্রিস কেয়ার্নসের অবস্থা বর্তমানে ভাষায় প্রকাশের অযোগ্য। ব্ল্যাক ক্যাপসদের সেবারের উদ্ধারকারী তথা ভারতের হারের মূল কালপ্রিট কেয়ার্নসকে দেখলে এখন একেবারেই চেনা যাবে না। বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন নিউজিল্যান্ডের এই তারকা।

ক্রিজে দাঁড়িয়ে থেকে ভারতকে মাঠ ছাড়া করেছিলেন কেয়ার্নস

প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে 2000 সালের চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল ছিল কার্যত অভিশাপসম। জীবনের অন্যান্য খারাপ স্মৃতি বুকের মধ্যে জমিয়ে রাখলেও হয়তো এই ফাইনালের কথা ভুলে যেতে চাইবেন গাঙ্গুলি। কেন? সেবার দলের হয়ে সেঞ্চুরি করেও ভারতকে ট্রফি তুলে দিতে পারেননি সৌরভ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আর এই দুঃসময় এসেছিল যার দৌলতে সেই কিউই তারকা ক্রিস কেয়ার্নসের ব্যাট থেকে সেবার 102 রানের বিরাট উপহার পেয়েছিল নিউজিল্যান্ড। মূলত অপরাজিত থেকেই ক্রিজে দাঁড়িয়ে গাঙ্গুলিদের ফুটিয়েছিলেন এই তারকা। ইতিহাস বলছে, তাঁর সৌজন্যেই 2000 সালের চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলেছিল নিউজিল্যান্ড।

জীবনের লড়াইয়ে মুখ থুবড়ে পড়েছেন কেয়ার্নস

2000 সালে ভারতের পরাজয়ের কারণ সেই কিউই তারকা কেয়ার্নসের শারীরিক অবস্থা বর্তমানে সত্যিই আশঙ্কাজনক। সম্প্রতি হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। জানা যায়, 2021 সালের পর থেকেই হৃদরোগে ভুগছিলেন এই কিউই ক্রিকেটার। ইতিমধ্যেই 4টি ওপেন হার্ট সার্জারি হয়ে গিয়েছে তাঁর। সূত্রের খবর, হার্টের অস্ত্রোপচার চলাকালীন আচমকা স্ট্রোক হয়েছিল কেয়ার্নসের। যার জেরে কোমরের নিচের অংশ একেবারে অবশ হয়ে গিয়েছে এই প্রাক্তন খেলোয়াড়ের।

শোনা যায়, আজও ক্রিস পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। তাই বর্তমানে সর্বক্ষণের সঙ্গী হুইল চেয়ার। বলে রাখি, 2013 সালে আইসিসির তরফে কেয়ার্নসের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছিল। তবে সেই অভিযোগ অস্বীকার করেছিলেন প্রাক্তন কিউই তারকা।

অবশ্যই পড়ুন: ফাইনাল জিতেই এক বৃদ্ধার পায়ে পড়লেন বিরাট! কে তিনি? পরিচয় জেনে আপ্লুত হবেন

প্রসঙ্গত, 1998 সাল থেকে 2006 সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে 62টি টেস্ট, 215টি ওয়ানডে ও মাত্র 2টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটারের আর্থিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে। একটা সময় নাকি তাঁকে দেউলিয়া ঘোষণা করা হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেল, মাঝে অস্ট্রেলিয়ায় ট্রাক চালকের কাজ করতেন এই নিউজিল্যান্ড তারকা। সব মিলিয়ে বলা যায়, রবিবার কিউইদের থেকে 25 বছর আগেকার পুরনো হিসেব মিটিয়ে ভারত নিজেদের অবস্থান বদলে নিলেও বদলায়নি 2000 সালে ভারতের হারের কারণ কেয়ার্নসের পরিস্থিতি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group