সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতের শেয়ারবাজারে (Stock Market) বিনিয়োগকারীদের জন্য দারুণ সুখবর। মাত্র ২-৩ সপ্তাহের জন্য বিনিয়োগ করে ভালো মুনাফা পাওয়ার সুযোগ আসছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। শেয়ারবাজার বিশেষজ্ঞ জিগার এস. প্যাটেল বিনিয়োগকারীদের জন্য বিশেষ দুটি স্টকের পরামর্শ দিয়েছেন। যেগুলিতে স্বল্প বিনিয়োগ করলে আসছে প্রচুর পরিমাণে মুনাফা।
Reliance Industries এবং Axis Bank-এর শেয়ার আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভালো মুনাফা দিতে পারবে বলে মনে করছেন তিনি। শুধু তাই নয়। বাজার বিশ্লেষকরা মনে করছে, বর্তমান পরিস্থিতি যেরকম চলছে তাতে সঠিক স্টকে বিনিয়োগ করলেই ভালো পরিমান রিটার্ন আসবে। চলুন এই বিশেষ স্টক দুটি সম্পর্কে জেনে নিই।
Reliance Industries: বিনিয়োগকারীদের জন্য সেরা সুযোগ
Reliance Industries সম্প্রতি ₹1,200 স্তরের নীচে নেমে গিয়েছিল। কিন্তু জানলে অবাক হবেন, এই স্টকে দ্রুত 60-70 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, যা এখন শক্তিশালী হয়ে ওঠায় বিশেষজ্ঞরা কেনার সবুজ সংকেত দিচ্ছে। সূত্র বলছে, এটি সাপোর্ট স্তরে দাঁড়িয়ে নতুন উর্ধ্বগতি পেতে পারে। বিশ্লেষকরা মনে করছে, ₹1,235 থেকে ₹1,250 রেঞ্জের মধ্যে এই স্টকটি কেনা লাভজনক হবে এবং তা ₹1,350 পর্যন্ত গড়াতে পারে। তবে ঝুঁকি কমাতে ₹1,200 স্তরের নীচে স্টপ লস রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এই স্টকটির শেষ ক্লোজিং মূল্য খেয়াল করলে আমরা দেখতে পাবো ₹1,249.80-তে দাঁড়িয়ে রয়েছে। স্টকটির সম্ভাব্য বৃদ্ধি হতে পারে 8%। তাই স্বল্প সময়ে বিনিয়োগ করার জন্য এটি হতে পারে আপনার জন্য সেরা একটি বিকল্প।
Axis Bank: স্থিতিশীলতা ও সম্ভাব্য লাভের সেরা সুযোগ
অ্যাক্সিস ব্যাংকের শেয়ার গত কয়েক সপ্তাহে ₹980-₹1,030 রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে। তবে জানলে অবাক হবেন, 7ই মার্চ এটি পূর্বের সুইং হাই ব্রেক করেছে এবং R3 Camarilla রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ হয়েছে। ফলে এই স্টকটি এখন শক্তিশালী উর্ধ্বগতির সংকেত দিচ্ছে। এছাড়া দৈনিক RSI বিশ্লেষণেও এটি বিনিয়োগকারীদের বুলিশ ট্রেন্ড দেখাচ্ছে।
অ্যাক্সিস ব্যাংকের এই শেয়ারটির শেষ ক্লোজিং মূল্য ছিল ₹1,037.65। বিশেষজ্ঞরা শেয়ারটি এখন কেনার পরামর্শ দিচ্ছে ₹1,030-₹1,040 রেঞ্জের মধ্যে। কারণ এই রেঞ্জের মধ্যে কিনলে ₹1,135 পর্যন্ত পৌঁছাতে পারে। জানলে অবাক হবেন, এই শেয়ারটির সম্ভাব্য বৃদ্ধি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের থেকেও বেশি। প্রায় 9% বৃদ্ধি হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ গতবছরের তুলনায় বেশি, ২০২৫-এ কবে থেকে কতদিন পর্যন্ত গরমের ছুটি? দেখে নিন লিস্ট
সূত্র বলছে, আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে এই শেয়ারগুলি প্রচুর পরিমাণে মুনাফা দিতে পারে। তবে বিনিয়োগের আগে সব সময় ঝুঁকি বিশ্লেষণ করে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ। যদি বাজার ইতিবাচক থাকে, তাহলে এই দুটি স্টক স্বল্পমেয়াদে বিনিয়োগকারীদের জন্য লাভজনক ফলাফল নিয়ে আসবে।
বিধিসম্মত সতর্কীকরণ
তবে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজস্ব গবেষণা করুন এবং বাজার পরিস্থিতি বিশ্লেষণ করুন। India Hood কাউকে বিনিয়োগ করতে বাধ্য করে না। তাই আর্থিক ক্ষতি হলে India Hood দায়বদ্ধতা নেবে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |